প্রতিদিন ব্যবহৃত প্রয়োজনীয় ইংরেজি বাক্য। Everdays English Sentence Bangla

a girl reading

বহুল ব্যবহৃত কমন ইংরেজি বাক্য

Don't exchange your substance for shadow.
অনিশ্চিতের আশায় নিশ্চিত ছেড়োনা।

keep your voice down
গলা নামিয়ে কথা বল।

keep your eyes down
চোখ নামিয়ে কথা বল।


I will slap off your teeth
থাপ্পর দিয়ে দাঁত ফেলে দিব। 


Don't show your temper to me
আমার দিকে চোখ পাকিও না।

There is no point in repenting like this.
এভাবে আফসোস করার কোনো মানে হয়না।

There is no point in scolding him.
এভাবে বকাঝকা করার কোনো মানে হয়না।

There is no point in getting anger.
এভাবে রাগ দেখানোর কোনো মানে হয়না।

There is no point in prolonging speech.
এভাবে কথা বাড়ানোর কোনো মানে হয়না।

  Please stay a little more.
আরেকটু বসুননা/থাকুননা।

I am yet to eat.
আমার খেতে দেরি আছে।


I am yet to go.
আমার যেতে দেরি আছে?


I went to the Dhaka and then go to Rangpur.
আমি ঢাকা গিয়েছিলাম তারপর রংপুর।

I am looking forward to seeing you.
তোমাকে দেখার জন্য অপেক্ষায় আছি।

I am fond of you.
তোমাকে আমার ভাল লাগে।

It has been nice having you.
তোমাকে পেয়ে ভাল লাগছিল।

I have a Long way to go.
আমার অনেক পথ পাড়ি দিতে হবে।

Nobody is allowed to smoke here.
এখানে ধুমপাম নিষেধ।

How am I looking?
আমাকে কেমন দেখাচ্ছে?

Give me a hand.
আমাকে সাহায্য কর।

Guess what I got for you?
বলোতো তোমার জন্য কি এনেছি?

Is there anything I can do?
এখানে কি আমার কিছু করার আছে?

It has been so long.
অনেকদিন পর। 

 I got no sleep last night.
গতরাতে একদম ঘুমাতে পারিনি।

 I read walking.
আমি হাটতে হাটতে পড়ি।

He asked me to do it.
তিনি এটি আমাকে করতে বলেছিলেন।

When did the accident occurs?
দূর্ঘটনাটি কখন ঘটেছিল?

Don't stress, do your best,forgetthe rest.
চাপ নিওনা,নিজের ভালোটা দাও,বাকি সব ভুলে যাও।


May all your wishes come true.
তোমার সব কামনা বাস্তবে পরিণত হক।

Can I get a Window seat?
আমি কি জানালার পাশের আসন পেতে পারি?

Stay in your limit.
সীমা ছাড়িও না।


I haven't been there.
আমি সেখানে ছিলাম না।
Have you eaten yet?

 
তুমি খেয়োছো?
When do you arrive in the London?
আপনি কবে লন্ডনে এসেছেন?


Bring me my shirt please.
অনুগ্রহ করে আমার শার্টি এনে দাও।


I forget
ভুলে গেছি।


Mother hasn't eaten as yet.
মা এখনো খাননি। 


He hasn't come round as yet.
তিনি এখনো সুস্থ হননি।


He hasn't come as yet.
সে এখনো আসেনি।


I have pain in my hand.
হাত ব্যাথা করছে।


I have nothing left to lose.
আমার হারানোর কিছু বাকি নেই।

I have nothing left to say.
আমার বলার কিছু নেই।

I have got nothing left to say.
আমি কিছু বলার বাকি রাখিনি।

Nothing happens without reason.
কারন ছাড়া কিছু ঘটেনা।

Blessed be your tongue.
তোমার মুখে ফুল চন্দন ফুটুক। 

 
You ought to be more careful.
তোমার আরো সর্তক হওয়া উচিত।


It was done in advertently.
ভুল বশত এটি হয়েছে।

How long have you been here?
এখানে তুমি কতদিন আছো?


Did you take medicine?
ঔষধ খেয়েছিলে?


Did you get my e-mail?
তুমি কি আমার ইমেইল পেয়েছিলে?


He studies at Harvard University.
সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে।

Across from the post office.
পোস্ট অফিসের বিপরীতে। 


How's business going?
ব্যবসা কেমন চলছে?


There is a shop near here.
কাছেই একটি দোকান আছে।


I will give you a call.
আমি তোমাকে ফোন দিব।


They arrived yesterday.
তারা গতকাল পৌছাইছে।


Have you arrived?
তুমি পৌছাইছো?


Go straight ahead.
সোজা সামনের দিকে যাও।


Does this road go to Rampur?
এই রাস্তা কি রামপুর এর দিকে গেছে?


A round trip ticket.
যাওয়া-আসার টিকিট।


One Way Ticket.
যাবার টিকিট।


Sorry for keeping you waiting.
তোমাকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত। 


I am allergic to seafood.
আমার সামুদ্রিক খাবারে এলার্জি/অনীহা আছে।


I am allergic to cricket.
আমার ক্রিকেটে এলার্জি/অনীহা আছে।


I speak a little English.
আমি খুব কম ইংরেজি বলতে পারি।


Have you ever went to Paris?
তুমি কি কখনো প্যারিস গিয়েছো?


What time would you make it?
তুমি এটা কখন পারবে?


It is five past three.
৩টা বেজে ৫মিনিট।


Three minutes to four.
৪টা বাজতে ৩মিনিট বাকি।

 He turned me mad.
সে আমাকে পাগল করে দিয়েছে।

Many happy returns.
অনেক শুভকামনা।

I know nothing in this connection.
আমি এ বিষয়ে কিছু জানি না।

It was unwise of me to say.
এটা বলা আমার ঠিক হয়নি।

I don't recognise you.
আমি তোমাকে চিনতে পারছিনা।

Good to see you.
দেখে ভালো লাগলো।

Please give me a little water.
একটু পানি দিন তো।

Forget what happened.
যা হবার হয়ে গেছে, ভুলে যাও।

What about you?
তোমার খবর কি?

why are you so up today?
তোমাকে আজ এতো খুশি খুশি দেখাচ্ছে কেন?

Why you look so down?
তোমাকে মন খারাপ দেখাচ্ছে কেন?

Will you shut up?
তুমি কি চুপ করবে?

Why have you left me?
তুমি আমাকে ছেড়ে গেছো কেন?

Why have you forgotten me?
তুমি আমাকে ভুলে গেছো কেন?

Reply to my question.
আমার প্রশ্নের উত্তর দাও।

Why don't you see me often?
আমার সাথে ঘন ঘন দেখা করোনা কেন?

Why are you doing so much grumbling and mumbling?
এতো ঘ্যান ঘ্যান প্যান প্যান করছো কেন?

Why do you show me so much ifs and buts?
এতো অজুহাত দেখাচ্ছো কেন?

Tell me on my face.
আমার দিকে তাকিয়ে বলো।

Look on my face.
আমার দিকে তাকাও।

What do you think of yourself?
নিজেকে কি মনে কর?

Mind your own business.
নিজের চরকায় তেল দাও।

Don't grow so far.
বেশি বাড় বেড়োনা।

Hold your tongue.
মুখ সামলে কথা বল।

Keep your fingers down.
আংগুল নামিয়ে কথা বল।

What are nuisance!
কি আপদ রে বাবা!

Nothing like force.
ঠেলার নাম বাবাজি।

Who are you to interfere here?
এখানে তুমি নাক গলানোর কে?

Did I say anything wrong?
আমি কি ভুল কিছু বলেছি?

Bluffing a little.
চাপাবাজি কম করো।

My head is getting hot.
আমার মাথা গরম হয়ে যাচ্ছে।

You must not see anything with half an eye.
ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি।

I got a lot of patience.
আমি অনেক ধৈর্য্য ধরেছি।

Stop speaking use of others.
পরনিন্দা বন্ধ করো।

It goes without saying that.
এটা বলার অপেক্ষা রাখে না।

I am coming to pick you up.
আমি তোমাকে নিতে এসেছি।

So far so good.
এ পর্যন্ত সবই ভালো।

Next to impossible.
প্রায় অসম্ভব।

I wish, I had skylimit time.
আমার যদি অফুরন্ত সময় থাকতো।

I know him out and out.
আমি তাকে হাড়ে হাড়ে চিনি।

Get down to work.
কাজে যাও।

Do you want me to come and pick you up.
তুমি কি চাও, আমি এসে তোমাকে নিয়ে যাই?

What harm have I done to you?
আমি তোমার কি ক্ষতি করেছি?

Are you getting me?
তুমি কি আমার কথা বুঝতে পারছো?

Why do you look blank at me?
আমার দিকে ফ্যালফ্যাল করে চেয়ে আছো কেন?

Why do you hum and haw?
আমতা আমতা করো কেন?

Who are you to say?
তুমি বলার কে?

what do you do for living?
আপনি কি কাজ(পেশা) করেন?


Will you remind me?
তুমি আমাকে মনে করিয়ে দেবে?


When does he arrive?
সে কখন এসে পৌছাবে?


When do we arrive?
আমরা কখন আসব?


When do we leave?
আমরা কখন যাব?

 

কিছু ছোট কমন ইংরেজি বাক্য


Have your say.
তোমার কথা বলো।

Don't tackle me.
সুড়সুড়ি দিওনা।

 
Turn around.
ঘুরে দাড়াও।


Be back latter.
পরে আসবো।


Be right back.
এক্ষুনি আসছি।


Who else?
আর কে?


Who cares?
কার কি এসে যাও?
Keep in touch.
যোগাযোগ রেখো।


Talk to you later.
পরে কথা বলছি।


Stay in touch.
যোগাযোগ রেখো।

Keep it to me.
এটা আমার উপর ছেড়ে দাও।


As far as I know.
আমি যতদুর জানি।


Help yourself.
নিজেকে সাহায্য কর।


Make it into a pacel.
কাগজে মুড়ে দিন।


You cheated me.
তুমি আমাকে ঠকিয়েছো।
 

you scoundrel
তুমি বদমাশ।

you hypocrites
তুমি ভন্ড।

wait a little bit.
একটু অপেক্ষা কর।

Let me see.
আমাকে দেখতে দাও

What a shame!
কি লজ্জার!

No entrance.
প্রবেশ নিষেধ।


বহুল ব্যবহৃত কিছু ইংরেজি বাগধারা

After death comes the doctor.
চোর পালালে বুদ্ধি বাড়ে


Grasp all loose all.
অতি লোভে তাঁতী নষ্ট.


As you sow, so you reap
যেমন কর্ম তেমন ফল.


Patience has it’s rewards.
সবুরে সেওয়া ফলে


When the danger is gone, God is forgotten.
কাজের সময় কাজী কাজ ফুরালেই পাজী.


All’s well that ends well.
সব ভাল, যার শেষ ভাল


Might is right.
জোর যার মুলুক তার

One nail drives another.
কাঁটা দিয়ে কাঁটা তোলা।

 
To rob peter, to pay Poul.
গরু মেরে জুতা দান


Look before you leap.
দেখে শুনে পা বাড়াও


Barking dog seldom bites.
যত গর্জে তত বর্ষে না


Too much courtesy, to much craft.
অতি ভক্তি চোরের লক্ষণ


Too many cooks spoil the broth.
অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট


A burnt child fears the fire.
ন্যাড়া একবারই বেলতলায় যায়।


It takes two to make a quarrel.
এক হাতে তালি বাজে না


One lie leads to another.
এক মিথ্যা ঢাকতে অন্য মিথ্যার আশ্রয় নিতে হয়।

Post a Comment

0 Comments