Subject(উদ্দেশ্যে) : বাক্যে যে ব্যাক্তি, বস্তু বা বিষয় সম্পর্কে কোন কিছু বলা হয়, তাকে
Subject বলে।
Subject সব সময় noun বা pronoun হয় এবং সাধারণত বাক্যে প্রথমে বসে।
বাক্যে সাধারনত agent(কর্তা), Subject হিসাবে থাকে।
সাধারনত verb কে "কে/কি" দ্বারা প্রশ্ন করলে Subject
পাওয়া যায়। তবে verb টি যদি have verb হয় সেক্ষেত্রে verb কে "কার" দ্বারা
প্রশ্ন করলে subject পাওয়া যায়।
Example:
Shakib plays cricket.
Nasir sings a song.
বাক্য দুইটিতে verb কে আমরা 'কে' দ্বারা প্রশ্ন করব।
কে খেলে? Shakib খেলে। অর্থাৎ Shakib এখানে Subject। কে গায়? Nasir গায়।
অর্থাৎ Nasir এখানে Subject।
এবার have verb এর উদাহরণ দেখা
যাকঃ She has a bike. কার bike আছে? She এর bike আছে। অর্থাৎ She এখানে
Subject । আমরা আগেই বলেছি have verb থাকলে কার দ্বারা প্রশ্ন করতে হয়।
বিদ্রঃ অনেকেই Subject কে কর্তা বলে থাকি। কিন্তু Subject মানে "উদ্দেশ্য" আর Agent মানে কর্তা।
বিস্তারিত জানতে পড়ুনঃ- Subject ও Agent এর সম্পর্ক
Object(কর্ম): Agent বা কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়ার কার্য সম্পাদন করে তাকে Object বলা হয়।
Verb কে 'কি' বা 'কাকে' দ্বারা প্রশ্ন করলে subject বাদে উত্তরে যা পাওয়া যায় তাই Object।
object সাধারনত বাক্যের মাঝে বা শেষে বসে।
বাক্যে দ্বিতীয় pronoun থাকলে সেটি "object" হয়।
শুধু 'কি' দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তাহলে বাক্যে Object আছে একটি।
শুধু্ 'কাকে' দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তাহলেও বাক্যে Object
আছে একটি। আর যদি Verb কে পৃথক ভাবে 'কি' বা 'কাকে' উভয় দ্বারা প্রশ্ন করলে
আলাদা দুটি উত্তর পাওয়া যায়, তবে ঐ বাক্যে Object আছে দুটি। আবার যদি 'কি'
বা 'কাকে' দ্বারা প্রশ্ন করলে উত্তর না পাওয়া যায়, তবে ঐ বাক্যে কোন
Object নেই।
উদাহরনঃ
I play football.
Pinky loves Shuvo.
Rahim gives Tamim a car.
Javed swims in the river.
উপরের বাক্যগুলোর Object এর সংখ্যা নির্ণয়ঃ
১ম বাক্যে, আমি কি খেলি? - football, অর্থাৎ object একটি।
২য় বাক্যে, Pinky কাকে ভালবাসে? - Shuvo কে, অর্থাৎ object একটি।
৩য় বাক্যে, কাকে দিল - Tamim কে, কি দিল- a car, অর্থাৎ object দুইটি।
৪র্থ বাক্যে, Javed কাকে সাঁতার কাটে, কি সাঁতার কাটে? এভাবে কোনো প্রশ্ন হতে পারেনা, তাই কোন উত্তর নেই।
অর্থাৎ শেষ বাক্যে কোন Object নেই।
3 Comments
Oh helpfully
ReplyDeleteHi
ReplyDeleteHi
ReplyDelete