অন্তঃস্থ কোণ ও বহিঃস্থ কোণ কাকে বলে? পার্থক্য।

 অন্তঃস্থ কোণ ও বহিঃস্থ কোণ এর ধারনা

অন্তঃস্থ কোণ  কাকে বলে

অন্তঃস্থ কোণ (interior angle): কোনো বহুভুজের দুইটি বাহু মিলিত হয়ে, বহুভুজের ভিতরে যে কোণ উৎপন্ন করে তাকে অন্তঃস্থ কোণ বলে। যেমন  উপরের চিত্রে তিনটি অন্তঃস্থ কোণ দেখানো হয়েছে। ত্রিভুজ না হয়ে চতুর্ভুজ হলে, চারটি অন্তঃস্থ কোণ থাকতো।

বহিঃস্থ কোণ (exterior angle): কোনো বহুভুজের একটি বাহু বর্ধিত করলে, বর্ধিত অংশ অপর বাহুর সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বহিঃস্থকোণ বলে। উপরের চিত্রে লাল অ্যারো চিহ্ন দিয়ে, দুইটি বহিঃস্থ কোণ দেখানো হয়েছে।

বিদ্রঃ বহিঃস্থ কোণ নির্ণয়ের নিয়ম হলো  একটি বাহুকে কেবলমাত্র যেকোনো একদিকে বর্ধিত করা যাবে। কখনোই উভয়দিকে বর্ধিত করা যাবেনা। তাই চিত্র ২ এর প্রথম চিত্রটি সঠিক পদ্ধতি হলেও দ্বিতীয় চিত্রটি ভুল ।

Post a Comment

1 Comments