Parts of Speech
Parts Of Speech (পদ প্রকরণ) : বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই এক একটি Parts Of Speech বলে।
অর্থাৎ বাক্যে প্রতিটা শব্দই কোনো না কোনো parts of speech.উদাহরণঃ
He go to school.
এখানে He(pronoun),go(verb),to(preposition) , school(noun) প্রত্যেকটি এক একটি Parts Of Speech.
Parts Of Speech কত প্রকার ও কি কি?
প্রকারভেদ : Parts Of Speech আট প্রকার।
1. Noun (বিশেষ্য)
2. Pronoun (সর্বনাম)
3. Adjective (বিশেষণ)
4. Verb (ক্রিয়া)
5. Adverb (ক্রিয়া বিশেষণ)
6. Preposition (পদান্বয়ী অব্যয়)
7. Conjunction (সংযোজক অব্যয়)
8. Interjection (আবেগসূচক অব্যয়)
0 Comments