Noun কাকে বলে কত প্রকার
Noun(বিশেষ্য): যে "word" দ্বারা কোন কিছুর নাম বোঝায় তাকেই noun বলে। Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তু, প্রাণী ,স্থান ,ঘটনা ইত্যাদির নাম বোঝায়।
উদাহরণঃ
Karim go to school. এই বাক্যে করিম একজন ব্যক্তির নাম।
Kuwait is a Muslim country. এখানে কুয়েত একটি দেশের নাম।
Diamond is very valuable. ডায়মন্ড একটি বস্তুর নাম।
Tiger is a dangerous animal. এখানে বাঘ একটি প্রানীর নাম।
Noun কত প্রকার?
Noun প্রধানত ৫ প্রকার যথাঃ
- Proper Noun (নাম বাচক বিশেষ্য)
- Common Noun (জাতিবাচক বিশেষ্য)
- Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য)
- Material Noun (বস্তুবাচক বিশেষ্য)
- Abstract Noun (গুণবাচক বিশেষ্য)
Proper Noun (নাম বাচক বিশেষ্য): যে Noun দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে Proper Noun বলে।
উদাহরণঃ
Tamim. ( নির্দিষ্ট একজন ব্যক্তির নাম )
Dhaka. ( Dhaka নির্দিষ্ট একটি জায়গার নাম )
Tajmahal ( Tajmahal একটি স্থাপনার নাম )
Common Noun (জাতিবাচক বিশেষ্য): যে Noun দ্বারা একই জাতীয় কোন ব্যক্তি, বস্তু বা প্রাণী সকলকে একসাথে বুঝায়, তাকেই Common Noun বলে ।
উদাহরণঃ
Student (Student দ্বারা সকল ছাত্র-ছাত্রীদেরকেই বুঝানো হয়েছে )
Boy( Boy দ্বারা সকল ছেলেকে বুঝানো হয়েছে )
Cat ( Cat দ্বারা সকল বিড়ালকে বুঝানো হয়েছে )
Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য): যে Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বুঝায় তাকে Collective Noun বলে।
উদাহরণঃ
Army ( সেনা সদস্যের সমষ্টি )
এরকম Class,Family,Club etc.
Material Noun (বস্তুবাচক বিশেষ্য): তযে Noun দ্বারা কোনো বস্তুর উপাদান বোঝায়, ওজন আছে কিন্তু গণনা করা যায় না এমন কিছুর নাম বোঝায় তাকেই Material Noun বলে।
উদাহরণঃ
যেমন, Gold (গহনার উপাদান, মাপা যায় কিন্ত গগনা করা যায়না )
Glass, Salt, Iron, Silver, Cloth, Air, Milk, etc.
Abstract Noun (গুণবাচক বিশেষ্য): যে Noun দ্বারা কোন ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে Abstract Noun বলে। পরিমাপ করাও যায়না আবার গগনা করাও যায়না।
উদাহরণঃ
Love anger, freedom, kindness, love, happiness, beauty, ইত্যাদি।
0 Comments