Subject vs Agent
Subject: Subject মানে উদ্দেশ্য, যার সম্পর্কে বাক্যে কিছু বলা হয়,বর্ণনা করা হয় তাই Subject বা উদ্দেশ্য।
Agent: Agent মানে কর্তা। যে কোন ক্রিয়া বা কার্য সম্পাদন করে তাকে Agent বলা হয়।
NB: সকল Sentence এ অবশ্যই Subject থাকে,কিন্তু Agent নাও থাকতে পারে।
১. নিম্নোক্ত Sentence গুলোতে চিহ্নিত word শুধু Subject হিসেবে এসেছে।
1.Huzaifa is my friend. (Huzaifa)
2.He was my team partner. (He)
প্রথম বাক্যে Huzaifa দ্বিতীয় বাক্যে He সম্পর্কে কিছু বলা হয়েছে। লক্ষ্য করলে দেখা যাবে Huzaifa/He কোনো কাজ করেনি সুতারাং এগুলা agent(কর্তা) নয় বরং Subject(উদ্দেশ্য)।
২. একইসাথে Subject এবং Agent হিসেবে কাজ করে এমন উদাহরণ
যেমনঃ
1.Huzaifa always helps me.(Huzaifa)
2.He gave me good advice.(He)
প্রথম বাক্যে Huzaifa আমাকে সাহায্য করছে অর্থাৎ ক্রিয়া সম্পাদন করছে,সুতারাং সেটি কর্তা/agent। আবার সেটি উদ্দেশ্য/Subject. দ্বিতীয় বাক্যে He উপদেশ দিচ্ছে তাই সেটিও agent. আবার একই সাথে বাক্যের subject.
সুতারাং Sentence এ একই ব্যক্তি,বস্তু বা বিষয় কখনও শুধু Subject হিসেবে আবার কখনও Subject ও Agent-উভয়টিই হতে পারে।
৩. এবার প্রথমটি Subject এবং দ্বিতীয়টি Agent এরকম কিছু উদাহরণ দেখব।
1.A thief was caught by them(A thief, them).
2.We are taught English by Rafiq.(We, Rafiq)
3.The glass was broken by a boy.(The glass, a boy)
তিনটি বাক্যেই "A thief, We, The glass" কে কেন্দ্র করে/তাদের সম্পর্কে বনর্না করে বাক্য গঠিত,তাই তারা subject। অপরপক্ষে "them, Rafiq, a boy" ক্রিয়া সম্পন্ন করছে,তাই তারা Agent/কর্তা।
0 Comments