কিভাবে ফেসবুকে স্টাইলিশ নাম দিব?
ফেসবুকে স্টাইলিশ টেক্সের নাম দেওয়া সহজ একটা ব্যাপার।
অনেকভাবে প্রোফাইলের স্টাইলিশ নাম ব্যবহার করা যায়। এখানে খুব সহজ ২ টি নিয়ম দেওয়া হলঃ-
পদ্ধতিঃ ১
প্রথমে " FB Stylist Name Maker" নামের এন্ড্রয়েড অ্যাপটি প্লে স্টোর থেকে Install করুন।
To Install: Click here..
এখন অপশন থেকে, "FB Stylist Name Maker" এ ক্লিক করুন। ক্লিক করলে নিচের চিত্রের মত ইন্টারফেস দেখতে পাবেন।
এবার "Your Text" বক্সে গিয়ে আপনার কাঙ্খিত নামটি দিন। এরপর "CONVERT TEXT" এ ক্লিক করুন। নিচে থেকে যে স্টাইলটা পছন্দ হয় সেটা কপি করুন এবং আপনার ফেসবুক আইডিতে নাম চেঞ্জ করার বক্সে গিয়ে পেষ্ট করে দিন এবং Review Change এ ক্লিক করুন।
তারপর আপনার ফেসবুকের Password দিয়ে Save করুন। হয়ে গেল ফেসবুকে আপনার কাঙ্খিত স্টাইলিশ নাম।পদ্ধতিঃ ২
বিদ্রঃ এই পদ্ধতিতে অ্যাপের ফন্ট কাজ নাও করতে পারে, তাই পদ্ধতি ১ ব্যবহার করাই ভালো।
প্রথমে " Stylist Text" নামের এন্ড্রয়েড অ্যাপটি প্লে স্টোর থেকে Install করুন।
To Install: Click here..
এরপর অ্যাপের ভিতর গিয়ে "Type someting" এর জায়গায় আপনার নাম লিখুন (নিচের চিত্র দেখুন)।
যে স্টাইলটা পছন্দ হয় সেটা কপি করুন। আগের মতই আপনার ফেসবুকে নাম চেঞ্জ করার বক্সে গিয়ে, Paste করে দিন এবং Review Change এ ক্লিক করুন।
তারপর আপনার ফেসবুক Password দিয়ে Save করুন। হয়ে গেল স্টাইলিশ নাম।
0 Comments