লগের ধারনা
লগ কেন ব্যবহার করা হয়?
গানিতিক হিসাব সহজ করতে লগ ব্যবহার করা হয়। বোঝার সুবিধার জন্য আমরা উপরের চিত্রের সবশেষের মানের কথা চিন্তা করি, যেটা ১০০০০০। এখন এই মানটা যদি আমরা নরমাল নিয়মে লিখি তাহলে ১০০০০০ অর্থাৎ হুবহু একই লিখলাম। কিন্ত আমরা যদি একই মান লগারিদম দিয়ে লিখি, তাহলে শুধু ৫ লিখলেই হবে । অর্থাৎ মাত্র একটি ডিজিট দিয়ে আপনি অনেক বড় সংখ্যাকে প্রকাশ করতে পারলেন। এক্ষেত্রে একটা শর্ত আছে, লগের বেসের মানটা আগে বলে দিতে হবে। লগের ব্যবহার অনেক জায়গায় আছে,প্রত্যক জায়গায় লগ গানিতিক হিসাব সহজ করে দেয়।
লগের গানিতিক অপারেশনঃ
লনের সংজ্ঞা
লন(In): লগের বেস যখন e হয়, তখন তাকে লন বলে । e=2.71828। অর্থাৎ বেসের মান যখন ২।৭১১৮২৮ হবে তখন সেই লগকে আমরা লন বলব।
0 Comments