কোথা থেকে আসে ইন্টারনেট? কিভাবেই বা কাজ করে?

ইন্টারনেটের জনক - "ভিন্টন গ্রে সার্ফ" বা সংক্ষেপে "ভিন্ট সার্ফ"।

Father of internet - Vinton Gray Cerf

Birthdate:  June 23, 1943.
Country:    United States
Education: University of California, Los Angeles.

ইন্টারনেট উদাহরন
 

ইন্টারনেটের ধারনা

মনে করুন একটি নদী, যেটার উপর ব্রিজ বা সেতু নেই। একটি প্রতিষ্ঠান এই নদীর উপর একটি সেতু স্থাপন করলো, বিনিময়ে যে যে সেতু দিয়ে নদীর এপার থেকে অন্যপার যাবে তার কাছ থেকে ১০টাকা করে নিবে। ঠিক এই রকমেই ইন্টারনেট। যেটি আপনার ফোন অথবা কম্পিউটারকে অন্য একটি কম্পিউটারের(যেটাকে আমরা সার্ভার বলি) সাথে যোগাযোগ করে দেয় তারের মাধ্যমে। যেহেতু তার ও এসব মেইনটেইন করতে কিছু খরচ আছে, সেই খরচ নেয় আমাদের মত গ্রাহকদের কাছে। 


খুব সহজ একটা উদাহরন লক্ষ্য করন, ধরুন আপনার বাসা ঢাকা আর আপনার বন্ধুর বাসা রংপুর। এখন আপনি চাচ্ছেন আপনার বন্ধুর কম্পিটারে থাকা অডিও,ভিডিও আপনি আপনার কম্পিটারে নিবেন। সেটা কিভাবে নিবেন?  উত্তর দুইটা- ১। ঢাকা থেকে রংপুর পর্যন্ত তার সংযোগ করে ২। আপনার বন্ধু ফাইলগুলোইন্টারনেটের কোনো সার্ভারে ফাইলগুলো রেখে দিলো এবং সেখান থেকে আপনি ইন্টারনেটের মাধ্যমে ডাইনলোড করে নিলেন। এখন আপনি কোনটা করবেন? নিশ্চয় ২ নাম্বারটা বেচে নিবেন কারন তাতে খরচ অনেক কম।
 

ইন্টারনেট কিভাবে কাজ করে

এখন সার্ভারে রাখা মানে, বিশাল মেমোরি যুক্ত কম্পিউটারে রাখা যেটা তারের মাধ্যমে ইন্টারনেট প্রোভাডারের সাথে যুক্ত যেন আপনি ব্যক্তিগত তার ও প্রোটোকল ছাড়া আপানার বাসার ইন্টারনেটের মাধ্যমে দুরের দুরত্বের কারো সাথে সহজে যোগাযোগ করতে পারেন। মোট কথা ইন্টারনেটে যা কিছু পাওয়া যায় সেগুলা প্রত্যেকেই তারের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত।

 সারাংশঃ  আপনি যে তথ্য চাচ্ছেন সেটা সার্ভার থেকে তারের মাধ্যমে আপনার ওয়াইফাই রাউটার কিংবা মোবাইল ফোনের টাওয়ার অবদি নিয়ে আসতে তারের ও এসব মেইনটেইন করতে যে খরচ, সেটা গ্রাহকের কাছ থেকে ইন্টারনেট প্রোভাইডাররা নিয়ে থাকে। আরেক কথা বলা হয়নি, ফাইলগুলা কিভাবে আপনার মোবাইল বা কম্পিউটারে দেখাবে সেটার জন্য কিছু নিয়ম কানুন প্রোগ্রাম করে সেট করে দেয়া হয় যেটাকে প্রোটকল ।





Post a Comment

0 Comments