র্যাম মেমোরি |
র্যাম ও রম এর মধ্যে পার্থক্য
রমঃ আমরা মোবাইল ফোন অথবা কম্পিউটার অন করার জন্য যখন, পাওয়ার বাটনে চাপ দেই ঠিক তখন যে মেমোরিতে থাকা প্রোগ্রাম আমাদের ফোন,কম্পিউটার অন করে অর্থাৎ বুট করে সেই মেমোরিকেই রম বলা হয় । কিন্তু আজকাল ফোনে লেখা থাকে ২জিবি র্যাম এবং ৩২বা ৬৪ জিবি রম। আসলে রমের সাইজ হয় অনেক কম(৪-৮ এম্বি)। আমরা যেটাকে রম বলে জানি সেটা আসলে রম না, সেটা ইন্টারনাল স্টোরেজ ।
র্যাম ও রমের সাইজ ?
রম সাধারনত কয়েক এমবি(৪-৮) হয়ে থাকে। রমে সবসময় তথ্য থাকে এমনকি বিদ্যুত প্রবাহ বন্ধ হবার পরেও । এই তথ্যগুলো মুলত কিছু নির্দেশনামুলক প্রোগ্রাম । যদি বিদ্যুৎ প্রবাহ বন্ধ হবার পরে রমের তথ্য মুছে যেত তাহলে আমরা কখনই আমাদের ফোন অথবা কম্পিউটার সঠিকভাবে অন করতে পারতামনা ।
কিন্তু র্যাম সাধারনত ডিভাইস ভেদে ১-১৬ জিবি কিংবা তার বেশি হয়।
0 Comments