Ram vs Rom Bangla। র‍্যাম ও রম এর পার্থক্য কি?

র‍্যাম ও রম এর পার্থক্য
র‍্যাম মেমোরি 

র‍্যাম ও রম এর মধ্যে পার্থক্য 

র‍্যাম : সহজ কথায়, আমরা কোনো অ্যাপ চালু করলে, অ্যাপ যে মেমোরির উপর রান হয়, সেটাকে র‍্যাম বলা হয় । এটি একটি ভোলাটাইল মেমোরি কারণ সংরক্ষিত তথ্য বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর আর থাকে না। আমরা কোনো অ্যাপলিকেশন বন্ধ করলে র‍্যাম মেমোরি ফাকা হয় অর্থাৎ র‍্যামের জায়গা বেড়ে যায় । র‍্যামের উপর নির্ভর করে,আপনি একসাথে কতগুলা অ্যাপ এবং কত ভারী অ্যাপলিকেশন রান করাতে পারববেন ।

রমঃ আমরা মোবাইল ফোন অথবা কম্পিউটার অন করার জন্য যখন, পাওয়ার বাটনে চাপ দেই ঠিক তখন যে মেমোরিতে থাকা প্রোগ্রাম আমাদের ফোন,কম্পিউটার অন করে অর্থাৎ বুট করে সেই মেমোরিকেই রম বলা হয় । কিন্তু আজকাল ফোনে লেখা থাকে ২জিবি র‍্যাম এবং ৩২বা ৬৪ জিবি রম। আসলে রমের সাইজ হয় অনেক কম(৪-৮ এম্বি)। আমরা যেটাকে রম বলে জানি সেটা আসলে রম না, সেটা ইন্টারনাল স্টোরেজ । 
 
র‍্যাম ও রমের সাইজ ?
রম সাধারনত কয়েক এমবি(৪-৮) হয়ে থাকে।  রমে সবসময় তথ্য থাকে এমনকি বিদ্যুত প্রবাহ বন্ধ হবার পরেও । এই তথ্যগুলো মুলত কিছু নির্দেশনামুলক প্রোগ্রাম । যদি বিদ্যুৎ প্রবাহ বন্ধ হবার পরে রমের তথ্য মুছে যেত তাহলে আমরা কখনই আমাদের ফোন অথবা কম্পিউটার সঠিকভাবে অন করতে পারতামনা ।
কিন্তু র‍্যাম সাধারনত ডিভাইস ভেদে ১-১৬ জিবি কিংবা তার বেশি হয়।


Post a Comment

0 Comments