দিক(ভেক্টর) ও অদিক(স্কেলার) রাশি
রাশিঃ পরিমাপ করা যায়
এমন
কিছুই
রাশি,
যেমন
উচ্চতা,
পানি,
অথবা
তাপমাত্রা ইত্যাদি । পরিমাপ করা যায়না
যেমনঃ- আবেগ,প্রেম, ভালোবাসা এসব কিন্তু রাশি না ।
স্কেলার রাশিঃ যে রাশির মান থাকে, দিক থাকেনা তাই স্কেলার রাশি । অর্থাৎ যে রাশি বোঝাতে দিকের প্রয়োজন পড়েনা তাই স্কেলার বা
অদিক রাশি । যেমনঃ দূরত্ব বললে আমরা দিকের কথা চিন্তা করব
না।
ভেক্টর রাশিঃ মান আছে আবার দিকও আছে এমন রাশিই ভেক্টর রাশি বা দিক রাশি। ভেক্টর
রাশি বোঝাতে দিকের প্রয়োজন পড়ে। যেমনঃ আমরা যদি বলি ২মিটার সরণ তাহলে ২মিটারের সাথে দিকটাও উল্লেখ করে দিতে হবে,
যদি কেউ দিক উল্লেখ্য না করে তবে সেটি দূরত্ব হয়ে যাবে।
স্কেলার রাশির উদাহরনঃ খুব সহজ উদাহরন হচ্চে সময়। আমরা কাউকে কয়টা বাজে
বললেই আর কিছু বলা লাগেনা। শুধু সময়ের মান দিয়েই আমরা এখন কয়টা বাজে বলতে পারি ।
মনে রাখা দরকার যে, বেগ= সরণ/সময়
, কিন্তু দ্রুতি=দূরত্ব/সময় ।
0 Comments