স্কেলার ও ভেক্টর - অদিক ও দিক রাশি কাকে বলে

দিক(ভেক্টর) ও অদিক(স্কেলার) রাশি

রাশিঃ পরিমাপ করা যায় এমন কিছুই রাশি, যেমন উচ্চতা, পানি, অথবা তাপমাত্রা ইত্যাদি । পরিমাপ করা যায়না যেমনঃ- আবেগ,প্রেম, ভালোবাসা এসব কিন্তু রাশি না

স্কেলার রাশিঃ যে রাশির মান থাকে, দিক থাকেনা তাই স্কেলার রাশি । অর্থাৎ যে রাশি বোঝাতে দিকের প্রয়োজন পড়েনা তাই স্কেলার বা অদিক রাশি । যেমনঃ দূরত্ব বললে আমরা দিকের কথা চিন্তা করব না।

ভেক্টর রাশিঃ মান আছে আবার  দিকও আছে এমন রাশিই ভেক্টর রাশি বা দিক রাশি। ভেক্টর রাশি বোঝাতে দিকের প্রয়োজন পড়ে।  যেমনঃ  আমরা যদি বলি ২মিটার সরণ তাহলে ২মিটারের সাথে দিকটাও উল্লেখ করে দিতে হবে,

যদি কেউ দিক উল্লেখ্য না করে তবে সেটি দূরত্ব হয়ে যাবে।

স্কেলার ও ভেক্টরস্কেলার ও ভেক্টর


স্কেলার রাশির উদাহরনঃ খুব সহজ উদাহরন হচ্চে সময়। আমরা কাউকে কয়টা বাজে বললেই আর কিছু বলা লাগেনা। শুধু সময়ের মান দিয়েই আমরা এখন কয়টা বাজে বলতে পারি ।

 ভেক্টর রাশির উদাহরনঃ খুব সহজে বলতে গেলে আমরা একটা গাড়ির বেগের কথা চিন্তা করতে পারি, ধরি ঢাকা থেকে বগুড়ার দুরত্ব ১৫০ কিমি। একটি বাস ২ঘন্টায় বগুড়া গেলে তার গড় বেগ ১৫০/২= ৭৫ কিমি। কিন্তু বাসটি আবার বগুড়া থেকে ঢাকায় আসলে তার বেগ শুন্য । কারন সময় দুরত্ব বাড়লেও তার আদি ও শেষ অবস্থান একই হয়ে গেছে । আর এখান থেকে বেগের সাথে দিকের সম্পর্ক আমরা খুব সহজে বুঝতে পারি। অর্থাৎ বেগের সাথে সরণের সম্পর্ক ওতোপ্রোতভাবে জড়িত ।

মনে রাখা দরকার যে, বেগ= সরণ/সময় , কিন্তু দ্রুতি=দূরত্ব/সময় ।





Post a Comment

0 Comments