আইসোটোপ, আইসোবার ও আইসোটোন কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য কি?

আইসোটোপ-আইসোটোন-আইসোবার 

আইসোটোপ আইসোবার আইসোটোন

 

আইসোটোপ(Isotope): একই মৌলের বিভিন্ন ভরযুক্ত পরমাণু সমূহকে পরস্পরের আইসোটোপ বলে। 
যেসব মৌলের পারমাণবিক সংখ্যা,অর্থাৎ প্রোটন সংখ্যা একই, কিন্তু এদের ভরসংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে।

আইসোটোপ শব্দটির শেষে "প" আছে এখান থেকে আইসোটোপে "প্রোটন সংখ্যা" সমান সহজে মনে রাখা যায়।

যেমন:
হাইড্রোজেনের আইসোটোপ  H (ভর=1, 2, 3).
কার্বনের C(12,13,14)
অক্সিজেনের  O(16,17,18)


আইসোটোন(Isotone):
যেসব মৌলের নিউট্রন সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা এবং ভরসংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোন বলে।

আইসোটোন শব্দটির শেষে  "ন" আছে, এখান থেকে আইসোটোনে "নিউট্রন সংখ্যা" সমান, সহজে মনে রাখা যায়।

যেমন-
Si- এর পারমাণবিক সংখ্যা - 14, ভরসংখ্যা - 30 এবং নিউট্রন সংখ্যা - 16.
আবার,
P- এর পারমাণবিক সংখ্যা - 15, ভরসংখ্যা - 31 এবং নিউট্রন সংখ্যা - 16.

অতএব Si ও P পরস্পরের আইসোটোন।

আইসোবার(Isobar): যেসব মৌলের ভর সংখ্যা একই কিন্ত পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোবার বলে।

আইসোবার শব্দটির শেষে "বার" আছে, বার থেকে "ভর সংখ্যা সমান" মনে রাখলে সহজ হবে ।

যেমন - Cu এর পারমানবিক সংখ্যা 29 ও Zn এর পারমানবিক সংখ্যা 30 কিন্তু উভয়ের ভরসংখ্যা  65। 
কাজেই Cu ও Zn পরস্পরের আইসোবার।

  

Post a Comment

0 Comments