Booting কি? Booting কত প্রকার?

বুটিং

বুটিং কি? কত প্রকার?

বুটিংঃ কম্পিউটার বুটিং একটি প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমাদের কম্পিউটার অন হয়। আমাদের ফোনও বুটিং প্রসেসের মাধ্যমে অন হয়। বুটিং এর প্রথম ধাপ হচ্ছে বায়োস। 

আমরা কম্পিউটার পাওয়ার বাটন প্রেস করার সাথে সাথে রমে থাকা ফার্মওয়ার( বিশেষ এক ধরনের সফটওয়্যার) আমাদের ইনপুট আউটপুট ডিভাইস চেক করে দেখে নেয় যে, সব ঠিক আছে কিনা। এই প্রক্রিয়াকেই বায়োস BIOS(Basic Input Output System) বলে। এখন সব ঠিক থাকলে অপারেটিং সিস্টেম লোড হবার জন্য বুটলোডার অপারেটিং সিস্টেম লোড করে এবং আমাদের কম্পিউটার অন হয়। আর এই সমগ্র প্রসেসকে বলে বুটিং।


বুটিং দুই প্রকারঃ- উষ্ণ বুটিং(warm booting), শীতলবুটিং(cold booting)

Cold booting: যখন আমরা আমাদের কম্পিউটারকে OFF থাকা অবস্থা থেকে পাওয়ার বাটন চেপে ON করি তখন সেটাকে Cold booting বলে।

 Warm booting: আমরা যখন কম্পিউটারকে ON থাকা অবস্থায় Restart দেই তখন সেটাকে Warm booting বলে। 

Post a Comment

0 Comments