Clause definition and classification
একাধিক finite verb থাকলে বুঝবেন সেখানে একাধিক clause আছে। আর সাবজেক্ট সবসময় উল্লেখ থাকে না, অনেক সময় উহ্য থাকে। একটা finite verb থাকতে হবে, Non-finite থাকলে থাকুক, না থাকলে নাই।
নিচের উদাহরণ লক্ষ্য করুনঃ
1. Do or Die.
2. Everyday, he helps his father.
3. Since the weather was cold, we could not start out journey.
১ম বাক্যে ২ টা finite verb আছে, একটা do আরেকটা die. তারমানে এখানে ২ টি clause আছে। ২য় বাক্যে দেখুন helps একমাত্র finite verb যার কারনে এটাতে একটি clause। ৩য় বাক্যে was আর start, ২ টি finite verb থাকায় এখানে ২ টি clause আছে।
Clause এর প্রকারভেদঃ
Clause ৩ প্রকার-
1. Principal (স্বাধীন)
2. Subordinate (পরাধীন)
3. Coordinate (সমশ্রেণিভুক্ত)
১। Principal Clause: যে ক্লজ অন্য কোনো ক্লজের সাহায্য ছাড়াই পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে তাকেই Principal clause বলে। Principal clause ছাড়া কোনো বাক্য হয় না।
২। Subordinate Clause: যে ক্লজ অন্য কোনো ক্লজের সাহায্য ছাড়া পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে না তাকে Subordinate Clause বলে। এই ক্লজ complex sentence এই দেখা যায়।
উদাহরণঃ
Since he was ill, he could not go to school.
এখানে ২ টি ক্লজ আছে। since he was ill এর অর্থ "যেহেতু সে অসুস্থ ছিলো" যেটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে না তাই এটা subordinate clause. আবার he could not go to school এর অর্থ "সে স্কুলে যেতে পারে নি" যেটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে তাই এটা Principal clause.
এরকম, Although he is poor, he is Honest.
৩। Coordinate clause: দুইটি principle clause মিলে Coordinate clause হয়।
উদাহরণঃ
I went to Dhaka and met my friends.
এখানে ২ টা clause আলাদা করলেও নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। আরেকটি ক্লজ এর উপর নির্ভরশীল না। ২ টাই Principal clause হওয়ায় এটা coordinate clause.
এরকম, He is poor and Honest.
পরীক্ষায় একটা বাক্য দিয়ে বলা হয় এটা কোন ক্লজ, এক্ষেত্রে ৩ ধরনের ক্লজ আসে। noun clause, adjective clause, and adverb clause.
Noun Clause: যদি বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট Noun হয়,সেই সুত্রে সাব্জেক্ট এবং অব্জেক্ট এ ক্লজ থাকলে সেটা Noun clause।
চেনার উপায়ঃ আমরা জানি verb কে "কে/কারা" দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। আবার "কি/কাকে" দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে।
উদাহরণটি দেখুনঃ
I like "what I see"
এখানে Verb হচ্ছে like, "কী" দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় what I see (object).যেহেতু অবজেক্টে clause আছে তাই এটা noun clause.
Adjective Clause: যে "cluase" Noun বা pronoun কে modify করে তাকে adjective clause বলে। যেহেতু adjective noun বা pronoun কে modify করে।
উদাহরণটি খেয়াল করুনঃ
He is the man "who came here yesterday".
এখানে noun " man" কে মডিফাই করেছে "who came here yesterday" অর্থাৎ এই ক্লজটি man সম্পর্কে তথ্য দিচ্ছে তাই এটা adjective clause.
Adverb Clause: adverb সাধারনত verb কে মডিফাই করে। তাই "adverb clause" verb কে মডিফাই করে।
চেনার উপায়ঃ verb কে "কখন/কোথায়/কিভাবে" দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই adverb clause.
নিচের উদাহরণটি দেখুনঃ
"When we went to the zoo", we saw a lion.
এখানে verb "saw" কে "কখন" দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় "when we went to the zoo" তাই এটা adverb clause.
0 Comments