Firmware কি? সফটওয়্যার ও ফার্মওয়ারের মধ্যে পার্থক্য

ফার্মওয়্যার কি


ফার্মওয়্যার কিঃ নির্দিষ্ট হার্ডওয়্যারের জন্য ডিজাইন করা সফটওয়্যারকেই ফার্মওয়্যার বলে।

ফার্মওয়্যার একধরনের সফটওয়্যার যেটা রমে থাকে এবং পরিবর্তন করা যায় না। কারন এই ফার্মওয়্যার কম্পিউটার তৈরী করার সময় কম্পানি কর্তৃক দেয়া হয় যেন নির্দিষ্ট হার্ডওয়্যার সঠিকভাবে তাদের কাজ করতে পারে। অর্থাৎ হার্ডওয়্যার কি কাজ করবে সেটা ফার্মওয়্যারে সেট করে দেওয়া হয়। আমরা নিজে থেকে পরিবর্তন করতে চাইলে অনেক সমস্যা দেখা দিতে পারে। টিভির রিমোট কন্ট্রোল কিংবা খেলনা গাড়ির রিমোট ফার্মওয়্যারের সহজ উদাহরন। কোন হার্ডওয়্যার ঠিকঠাক চলার জন্য, ফার্মওয়্যারের গুরুত্ব অপরিসীম। কোন হার্ডওয়্যার কি, কি বা তাদের কাজ এটা সম্পূর্ণ সিস্টেমকে ফার্মওয়্যারই বুঝিয়ে দেয়।

 

সফটওয়্যার এবং ফার্মওয়ারের মধ্যে পার্থক্য: 

  • ব্যবহারকারী সহজে সফটওয়্যার মুছতে পারে বা ইডিট করতে পারে, ফার্মওয়্যারের উপর ব্যবহার-কারীর এই সুবিধাটা নেই। 
  • ফার্মওয়্যার একধরনের সফটওয়্যার, কিন্তু সব সফটওয়্যার ফার্মওয়্যার নয়। 

Post a Comment

0 Comments