কি এবং কী এর পার্থক্য। কোথায় কি আর কোথায় কী হবে?

কি ও কী এর পার্থক্য

কি এবং কী পার্থক্য

"কি" যেখানে হবেঃ 

যদি কোনো প্রশ্নের উত্তর এমন হয় যে,হ্যাঁ অথবা না বলে উত্তর করা যায়, তবে সেখানে "কি" হবে। 

যেমনঃ  তুমি কি খেয়েছো?
                বাংলাদেশ কি জিতেছে? 
                  তোমার গল্পটা কি সত্য? 

লক্ষ্য করলে দেখা যাবে উপরের তিনটি প্রশ্নের উত্তর হ্যা অথবা না বলে দেয়া যায়। সুতারাং এই প্রশ্ন গুলোতে "কি" হবে।  

 

"কী" যেখানে হবেঃ 

যদি কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে বোঝানো না যায়,তবে সেখানে "কী" হবে। 

যেমনঃ  তুমি কী দিয়ে খেয়েছো? 
                 গল্পটা কী ধরনের? 
                      তোমার নাম কী?  

লক্ষ্য করলে দেখা যাবে উপরের তিনটি প্রশ্নের উত্তর হ্যা অথবা না বলে দেয়া যাচ্ছেনা। তাই এই প্রশ্নের সময় "কী" হবে।  
 

আবার বিস্ময়সূচক বাক্যেও কী ব্যবহার করা হয়। 

যেমনঃ কী! সুন্দর পাখি !   আহা! কী যে ভালো লাগল!

Post a Comment

0 Comments