ধাতু এবং অধাতুর সংজ্ঞা
ধাতুঃ যেসব পদার্থ সাধারণত তাপ ও বিদ্যুৎ পরিবাহী(মুক্ত ইলেকট্রন থাকে বলে), আঘাত করলে ঝনঝন শব্দ করে(অধিকাংশ কঠিন বলে), ঘষলে চকচক করে, সেসব উপাদানকে ধাতু বলে।
শুধু পারদ তরল, বাকিগুলা নরম অথবা কঠিন।
যেমনঃ আয়রন(লোহা), কপার(তামা), জিংক,সোডিয়াম ইত্যাদি ।
অধাতুঃ যেসব পদার্থ সাধারণত তাপ ও বিদ্যুৎ পরিবাহী নয়(মুক্ত ইলেকট্রন নেই বলে), আঘাত করলে তেমন শব্দ হয় না(নরম/তরল/গ্যাসীয় বলে),সেসব উপাদানকে অধাতু বলে । এগুলা তরল বা গ্যাসীয়।
যেমনঃ অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন,হাইড্রোজেন ইত্যাদি।
ধাতু ও অধাতু চেনার উপায় :
- ধাতুর শেষ কক্ষপথে ১-৩ টি ইলেকট্রন থাকে, অধাতুর থাকে ৪-৭ টি।
- ধাতুর ক্ষেত্রে মৌলের নামের পাশে "আম" যুক্ত থাকে। যেমন: সোডিয়াম(Na),ক্যালসিয়াম(Ca)।ধাতু সবসময় ইলেকট্রন ত্যাগ করে,আর অধাতু ইলেকট্রন গ্রহণ করে।
0 Comments