বিন্যাস ও সমাবেশ এর মধ্যে পার্থক্য। বিন্যাস ও সমাবেশ চেনার উপায়

বিন্যাস চেনার উপায়

বিন্যাস ও সমাবেশে যাবার আগে দুইটা বিষয় লক্ষ্য করুনঃ-

কয়েকটি অংক নেই যেমন ০,১,২,৩...। এখন যদি আমরা প্রথমে, ১ রেখে বাকি তিনটি অংক সাজাই যেমনঃ- ১০২৩,১২০৩ ইত্যাদি। আবার প্রথমে ২ নিয়ে সাজাই ২০১৩,২৩০১ ইত্যাদি, এভাবে আগে পিছে ডিজিট দিয়ে আমরা নতুন সংখ্যা তৈরী করতে পারছি। অর্থাৎ সম্পুর্ন নতুন মান পাচ্ছি। আর এই ব্যাপারটাই বিন্যাস। যেখানে ক্রম জিনিসটা খুব গুরুত্বপূর্ন।

বিন্যাসঃ কতগুলো বস্তু থেকে ক্রম পরিবর্তন করে, কয়েকটি বা সবগুলো নিয়ে নতুন ভাবে সাজানোর   প্রক্রিয়াই বিন্যাস। 

বিদ্রঃ প্রশ্নে কোনো কিছু সাজানো উল্লেখ থাকলে বিন্যাস হয়।

সমাবেশ চেনার উপায়

এবার আসুন আরেকটা উদাহরনে, মনে করুন ইন্ডিয়া  ক্রিকেট দলে ১১জন খেলোয়ার আছে, যেখানে "ভিরাট কোহলি" এবং "রহিত শর্মা" দুজনই আছেন। এখন আপনি কোহলিকে ১ নাম্বারে রেখে, বাকি ১০জনের নাম বললেন। কিন্তু আপনার বন্ধু রহিতকে ১ নাম্বারে রেখে বাকি ১০জনের নাম বলল। এখন একটু লক্ষ্য করুন তো, এইযে আপনি ও আপনার বন্ধু দল সাজালেন এতে কি দলের শক্তি পরিবর্তন হলো? কিংবা নতুন দল গঠিত হলো? না হয়নি কারন ১১জন ঠিকই আছে এতে নতুন দল গঠিত হয়নি। এই ব্যাপারটাই সমাবেশ। 

অর্থাৎ উপাদান একই রেখে আগে পিছে সাজানো হলে কোনো পরিবর্তন না হলে,সেটা সমাবেশ। সমাবেশে ক্রম উপেক্ষা করা হয়।

সমাবেশঃ কতগুলো বস্তু থেকে কয়েকটি বা সবগুলোকে নিয়ে দল গঠন করার প্রক্রিয়াই সমাবেশ।

বিদ্রঃ প্রশ্নে দল গঠন বা কোনো কিছু বাছাই করতে বলা হলে সমাবেশ হয়।

 

নিচের চিত্রটি ভালোভাবে লক্ষ্য করুন আর বিন্যাস ও সমাবেশের মধ্যে পার্থক্য বুঝতে চেষ্টা করুন।


বিন্যাস ও সমাবেশ

উপরের চিত্রে দল আছে ৩টি A,BএবংC দল। অর্থাৎ সমাবেশ সংখ্যা তিন। কিন্ত বিন্যাস সংখ্যা ৬। কিভাবে? প্রথমে A দলে লাল-নীল বল ক্রম পরিবর্তন করে দুইটি বিন্যাস গঠন করেছে, কিন্ত সমাবেশে যেহেতু ক্রম উপেক্ষা করা হয়  তাই সমাবেশ সংখ্যা ১। 

অনুরুপভাবে B এবং C ক্রম পরিবর্তন করে দুইটি করে বিন্যাস গঠন করলেও দল সংখ্যা ১টি করে।


Post a Comment

0 Comments