Subject ও Predicate কাকে বলে?

Subject ও Predicate


Subject ( উদ্দেশ্য ): যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে  উদ্দেশ্য করে কোনকিছু বলা বা লিখা হয়, তাকে Subject বলে । 

Predicate ( বিধেয় ): যা Subject এর সম্পর্কে কোনকিছু বলে বা করে অথবা লিখে, তাকে Predicate বলা হয় ।  

Subject বাদে বাক্যে বাকি অংশ Predicate.

Predicate দুই প্রকারঃ 

  • Object
  • Verb


 
উদাহরনঃ

She goes to school. এখানে, She হল Subject এবং goes to school হল Predicate.

They are playing. এ খানে, They হল Subject এবং are playing হল Predicate.

He reads a book. এখানে, He হল Subject এবং reads a book হল Predicate.

অর্থাৎ বাক্যে subject বাদ দিয়ে যা থাকে সেটাই predicate. শুধু লক্ষ্য রাখতে হবে যাকে উদ্দেশ্য করে বলা হয়েছে সেটা subject.

Post a Comment

0 Comments