সিলেবল - Syllable কাকে বলে? Syllable কত প্রকার?

Syllable - অক্ষর

 
Syllable bangla

Syllable ( অক্ষর/শব্দাংশ ) : একটি Word উচ্চারণ করতে যতগুলো প্রয়াস লাগে, তার এক একটি প্রয়াসকে এক একটি  Syllable বা অক্ষর বা শব্দাংশ বলে।

বিদ্রঃ অক্ষর(syllable) এবং বর্ণ(letter) কিন্তু একই জিনিস না।
যেমন :
Cook এ আছে একটি Syllable
Mother = Mo + ther দুইটি Syllable.
Banana=Ba+na+na= 3 টি Syllable.

প্রথম শব্দে কুক একবারে উচ্চারন করা যায়,অর্থাৎ এক প্রয়াসেই উচ্চারণ করা যায়। তাই syllable একটি।
দ্বিতীয় শব্দে মা+দার অর্থাৎ মাদার উচ্চারন করতে আগে  "মা" পরে "দার" বলি, দুই প্রয়াসে উচ্চারন করি, সুতারাং Syllable  দুইটি। অনুরুপভাবে তৃতীয় বাক্যে Syllable তিনটি।

Syllable এর প্রকারভেদ : Syllable চার প্রকার।

1. Monosyllable.
2. Di syllable.
3. Trisyllable.
4. Polysyllable.



1.Monosyllable :
যে Word এ একটি মাত্র Syllable থাকে তাকে Monosyllable বলে ।
যেমন :Cat, Rat, Bat, Cup, Pot, Mat, Pen, Dog, Top ইত্যাদি । এগুলা ভেঙে উচ্চারণ করা করার দরকার পড়েনা। এক প্রয়াসেই উচ্চারণ করা যায়।

2. Di syllable :
যে Word এ দুইটি syllable থাকে তাকে  Disyllable বলে ।
যেমন :
Mother = Mo + ther
Baby = Ba + by
Doctor = Doc + tor
River = Ri+ver
উচ্চারণ করতে দুই প্রয়াস লাগে।

3. Trisyllable :
 
যে Word এ তিনটি syllable থাকে তাকে Trisyllable বলে ।
যেমন :
Saturday = Sa + tur + day 
Beautiful = Beau + ti + ful
Company = Com + pa + ny
Banana = Ba+na+na.

উচ্চারণ করতে তিন প্রয়াস লাগে। 


4.Polysyllable: যে word এ তিনটির বেশি syllable থাকে, তাকে polysyllable বলে।

উদাহরণঃ 

University = U+ni+ver+si+ty

Education = E+du+ca+tion

Communication = Co+mmu+ni+ca+tion



Post a Comment

0 Comments