কাজ ক্ষমতা ও শক্তি
কাজ(Work): কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটির সরণ হয় তাহলে, বল এবং বলের দিকে সরণের গুণফলকে কাজ বলে।কাজ = বল × সরণ।
শুন্যকাজঃ যেখানে সরণ নেই সেখানে যত বলই প্রয়োগ করা হোক না কেন, কাজ হবেনা।
বলের বিরুদ্ধে কাজঃ যদি বল প্রয়োগের ফলে বস্তু বলের বিপরীত দিকে সরে যায় তাহলে সেই কাজকে বলের বিরুদ্ধে কাজ বলে।
কাজের মাত্রা সমীকরণঃ [ML2T-2]
কাজের একক জুল।
জুলঃ কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুটির বলের দিকে এক মিটার সরণ হয় তবে কাজের পরিমাণকে এক জুল কাজ বলে।
ক্ষমতা(Power): একক সময়ের কৃতকাজ দ্বারা ক্ষমতা পরিমাপ করা হয়।
যে যত কম সময়ে যত বেশি কাজ করতে পারে তার ক্ষমতা তত বেশি।
কোন ব্যক্তি বা উৎস t সময়ে W পরিমাণ কাজ সম্পাদন করলে ক্ষমতা P = w/t
কাজের মাত্রা সমীকরণঃ [ML2T-3]
ক্ষমতার একক ওয়াট।
এক ওয়াট : এক সেকেন্ডে এক জুল কাজ করা বা শক্তি রূপান্তরের হারকে এক ওয়াট বলে।
শক্তি(Energy): কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।
যদি আপনি কোনো বস্তুকে বল প্রয়োগ করে সরাতে না পারেন তাহলে আপনার শক্তি খরচ হবে কিন্তু কাজ হবে না। কৃতকাজ দ্বারা শক্তি পরিমাপ করা হয়।
বস্তুর শক্তি দ্বারা বোঝা যায়, ঐ বস্তু মোট যতখানি কাজ করতে পারে।
কাজের একক ও শক্তির একক অভিন্ন - জুল।


0 Comments