ত্রিভুজের বাহু নির্ণয়
কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতিত, কোণ দেওয়া থাকলে, কোণ সংলগ্ন বড় বাহুটি অতিভুজ ছোট বাহুটি ভুমি, বাকি বাহুটি লম্ব।
যেমন উপরের ত্রিভুজে B কোণ দেওয়া থাকলে, ভূমি হবে BC। কিন্তু A কোণ দেওয়া থাকলে ভূমি হবে AC।
বিদ্রঃ যে ত্রিভুজে সমকোণ নেই, সেখানে লম্ব, ভুমি, অতিভুজ শব্দগুলা আসার কোনো মানে হয়না অর্থাৎ লম্ব, ভুমি, অতিভুজ শুধু সমকোণী ত্রিভুজের শব্দ।
কোণ সংলগ্ন বাহুদ্বয় ভুমি এবং অতিভুজ হবার কারন?
কোণ সংলগ্ন বাহুদ্বয় ভুমি এবং অতিভুজ হবার কারন?
উপরের ত্রিভুজে ধরুন,একটি দেয়ালে মই(AB) হেলান দিয়ে রাখলেন,এখন খেয়াল করুন একটি ত্রিভুজ হয়ে গেছে অর্থাৎ দেয়াল(AC) একটা বাহু, মই (AB) একটা বাহু এবং দেয়াল ও মই সংলগ্ন মাটি(BC) একটি বাহু।
এখন প্রশ্ন আসে কোনটা কী?
মাটি এবং দেয়াল কিন্ত ৯০° কোণ উৎপন্ন করেছে সুতারাং তাদের বিপরীত বাহু মই হচ্ছে অতিভুজ, দেয়াল হচ্ছে লম্ব, মাটি হচ্ছে ভুমি কারন, আমরা মাটি এবং মই যে কোণ উৎপন্ন করেছে সেটা নির্ণয় করতে পারি সহজেই, কিন্তু মই এবং দেয়াল উপরে যে কোণ উৎপন্ন করেছে সেটা নির্ণয় করতে চাইলে আগে মই বেয়ে সেখানে যেতে হবে। তাই যে কোণ সহজেই বের করা যায়, সেটা সংলগ্ন বাহদ্বয় স্বাভাবিকভাবে ভুমি এবং অতিভুজ ধরা হয়।
0 Comments