IC কি দিয়ে তৈরী? কিভাবে কাজ করে?

 IC (Integrated Circuit) 

Ic

IC (Integrated Circuit): IC বা Integrated Circuit এর বাংলা মানে হলো "সমন্বিত বর্তনী"। অর্থাৎ আলাদা আলাদা ভাবে যুক্ত না করে একটি চিপের(chip) মধ্যে সার্কিটের উপাদানগুলো integrate বা সমন্বয় করার পদ্ধতিই IC.

অর্থাৎ আমাদের কোনো যন্ত্র তৈরি করতে যদি, Transistors, Capacitors, Resistors etc লাগে তবে সেগুলা একটা চিপে সমন্বয় করা সার্কিটের নাম IC.
 
IC সার্কিটের সাথে স্বতন্ত্র সার্কিটের (discrete circuit) পার্থক্য হলো, যখন প্রয়োজন হয় "discrete circuit" থেকে এর প্রতিটি উপাদান পৃথক করা যায়। কিন্তু IC এর উপাদান পৃথক করা যায়না।

প্রকারভেদঃ
 উপাদানের উপর ভিত্তি করে দুই প্রকার:
 এক উপাদানিক (মনোলিথিক) এবং
 একাধিক  সংকর (হাইব্রিড)। 

কী ধরনের ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, তার   উপর ভিত্তি করে দুই প্রকারঃ
বাইপোলার IC
ধাতব অক্সাইড অর্ধপরিবাহী  IC

সমন্বয় ক্ষমতা / সংখ্যা অনুযায়ী  চার প্রকার:

ক্ষুদ্র IC (Small Scale Integration - SSI) : এতে প্রতিটি চিপে ৫০-এর কমসংখ্যক উপাদান থাকে।
মাঝারি IC (Medium Scale Integration - MSI) : এতে প্রতিটি চিপে ৫০ হতে ৫০০-র মত উপাদান থাকে।
বৃহৎ IC (Large Scale Integration - LSI) : এতে প্রতিটি চিপে ৫শ' থেকে ৩ লক্ষের মত উপাদান থাকে।
অতিবৃহৎ IC (Very Large Scale Integration - VLSI) : এতে প্রতিটি চিপে ৩ লক্ষের বেশি উপাদান থাকে।


ইন্টিগ্রেটেড সার্কিটের সুবিধা সমূহঃ

১. আকারে বেশ ছোট্ট। 
২.  ওজনে হালকা।
৩. নির্ভরযোগ্যতা বেশি।
৪. অধিক উৎপাদনের কারণে এগুলো কম খরচে পাওয়া যায়।
৫. খুব অল্প শক্তি প্রয়োজন পড়ে ফলে বিদ্যুৎ শক্তি কম লাগে।
৬. মূল সার্কিট থেকে খুব সহজেই প্রতিস্থাপন করা যায়।
৭.প্যারাসাইটিক ক্যাপাসিট্যান্স প্রভাব না থাকায় এদের অপারেটিং গতি অনেক উচ্চ হয়।
৮. এটি সার্কিটের কর্মক্ষমতা বৃদ্ধি করে।
৯. জটিল বৈদ্যুতিক সার্কিটের নকশাকে সহজ করে।

 
  

Post a Comment

0 Comments