গনতন্ত্র ও প্রজাতন্ত্র এর পার্থক্য

 

 গনতন্ত্র ও প্রজাতন্ত্র

 

গনতন্ত্র ও প্রজাতন্ত্র

গনতন্ত্র (Democracy) : জনগনের সরকার,জনগন দ্বারা সরাসরি নির্বাচিত সরকার। এখানে সরকার(Government) শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। 

গগনতান্ত্রিক দেশ হতে গেলে দুইটি শর্ত পূরণ করতে হয় যথাঃ

  1. সরকার সরাসরি জনগনের ভোটে নির্বাচিত হতে হবে এবং 
  2. জনগন সরকারের কাজে অংশগ্রহণ কিংবা কাজের জবাবদিহি করতে পারবে। 

প্রজাতন্ত্র (Republic) : আবার প্রজাতান্ত্রিক দেশ হতে গেলে দুইটি শর্ত পূরণ করতে হয় যথাঃ

  1. রাষ্ট্রপ্রধান (এক্ষেত্রে সরকার নয়) জনগনের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত হয় এবং 
  2. দেশে রাজতন্ত্র থাকা যাবেনা(রাজার ছেলে রাজা)

বিদ্রঃ সরকার এবং রাষ্ট্রপ্রধান একজিনিস নয়। 
 
 

উদাহরণঃ 

ইংল্যান্ড 

ইংল্যান্ড গনতান্ত্রিক দেশ কারন সেখানে সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয় এবং সরকার তার কাজের জন্য জনগনের কাছে দায়বদ্ধ। ইংল্যান্ডে রাষ্ট্রপ্রধান কিন্তু সেদেশের রানী সুতারাং গনতান্ত্রিক দেশ হতে হলে রাজতন্ত্র আছে কিনা সেটা মুখ্য বিষয় না।

চায়না

আবার চায়না প্রজাতান্ত্রিক দেশ কারন সেখানে রাষ্ট্রপ্রধান(সরকার না) জনগনের সরাসরি ভোটে নির্বাচিত হয়, রাষ্ট্রপ্রধান আবার পরোক্ষভাবে সরকার নির্বাচিত করে। সেখানে রাজতন্ত্র নেই। অর্থাৎ প্রজাতন্ত্র হবার দুইটি শর্তই চায়না পূরণ করে। সুতারাং চায়না প্রজাতান্ত্রিক দেশ। প্রজাতান্ত্রিক দেশে কখনোই রাজতন্ত্র থাকা যাবেনা। 

বাংলাদেশ 

এবার আসি বাংলাদেশে, এখানে দুটোই আছে, গনতন্ত্র আছে কারন এখানে সরকার(এমপি) সরাসরি জনগণের ভোটে নির্বাচিত  এবং সরকারের যেকোনো কাজে চাইলেই জনগন হস্তক্ষেপ করার স্বাধীনতা আছে। 

এইটা আবার প্রজাতন্ত্রও কারন, রাষ্ট্রপতি জনগনের পরোক্ষ ভোটে( জনগন সরকারকে দেয়,সরকার আবার রাষ্ট্রপতি নির্বাচিত করে) এবং এখানে রাজতন্ত্র নেই।

Post a Comment

0 Comments