ডেসিবেল কাকে বলে? ডেসিবেল কিসের একক?

 

Decibel bangla

ডেসিবেল কী এবং ডেসিবেল কিসের একক?

ডেসিবেল হলো পরিমাপের একটি আপেক্ষিক একক।

ডেসিবেল শব্দ তীব্রতা পরিমাপের একক হিসাবে ব্যবহৃত হলেও, আসলে ডেসিবেল দ্বারা(শব্দ-তীব্রতা,ভোল্টেজ,ইত্যাদি) এর  আপেক্ষিক মান নির্ণয় করতে ব্যবহৃত হয়। বেলের দশ-ভাগের একভাগ হচ্ছে এক-ডেসিবেল। 

ডেসিবেল কেন ব্যবহার করা হয়?

খুব সহজ কথায় বললে, ডেসিবেল ব্যবহার করা হয় পরিমাপের মানকে সহজ/ছোট করতে। 

ডেসিবেলে লগারিদম কেন ব্যবহার করা হয়?

ওইযে বললাম মানকে ছোট ও সহজ করতে।লগের মাধ্যমেই বড় অংকের মানকে খুব সহজ আর ছোট করতে।

ডেসিবেলে কিভাবে শব্দ পরিমাপ করা হয়?

ডেসিবেল বুঝতে হলে আগে "Sound intensity" বুঝতে হবে।
Sound intensity= (Power/Area). বা (w/m^2)
অর্থাৎ একক ক্ষেত্রফলে কতটুকু শক্তি(জুল) Pass হচ্ছে।

আমরা জানি, বেল এককে শব্দ পরিমাপ করতে লগারিদম ব্যবহার করা হয়,

অর্থাৎ B= log(I/Io) বেল।
যেখানে,
I = পরিমাপকৃত intensity,
Io = রেফারেন্স  intensity অর্থাৎ ১০^-১২ (w/m^2)

ডেসিবেলে প্রকাশ করলে দাঁড়ায়,
B=10log(I/Io) ডেসিবেল। (যেহেতু বেলের দশ ভাগের এক ভাগ তাই 10 দিয়ে গুন করা হয়েছে)

মানুষের শোনার সর্বনিম্ন intensity 10^-12 (w/m^2) ।
অর্থাৎ ১মিটার ক্ষেত্রে(Area)  0.0000000000012 জুল শব্দ তরঙ্গ  Pass হলেও আমরা সেই শব্দ শুনতে পাই।
এখন এরকম মান মনে রাখা/ব্যবহার করা কিছুটা অসুবিধাজনক। এজন্য logarithm করা হয় যেন মানটা ছোট হয় এবং সহজ হয়।

উদাহরণঃ মনে করি আমাদের কানে আসা শব্দের intensity 10^-8 (w/m^2).
এখন আমরা এটাকে ডেসিবেল এ রূপান্তর করব,
অর্থাৎ B= 10log(10^-8/10^-12) 
            = 40 dB.

আবার ধরি কানে আশা শব্দের intensity 1 (w/m^2) তাহলে,

B= 10log(1/10^-12)
            = 120 dB যেটা অনেক বড় মানের,


ডেসিবেল কি শুধু শব্দই পরিমাপ করে?

উত্তর না। আরো অনেক কিছু পরিমাপ করে। 

➤ ডেসিবেল যখন Power পরিমাপ করে,
dBw =10log(P/Po) যেখানে রেফারেন্স পাওয়ার(Po) 1w ধরা হয়,
আবার রেফারেন্স যদি 1 মিলি watt ধরা হয় তখন সেটা হবে dBm.

➤ডেসিবেল যখন ভোল্টেজ পরিমাপ করে dBv=20log(V/Vo).
এক্ষেত্রে রেফারেন্স ভোল্টেজ(Vo) 1 ভোল্ট ধরা হয়।
উল্লেখ্য যে, এখানে 20log ধরা হয়েছে কারন আমরা জানি P=V^2.


 

Post a Comment

0 Comments