ডেসিবেল কী এবং ডেসিবেল কিসের একক?
ডেসিবেল হলো পরিমাপের একটি আপেক্ষিক একক।ডেসিবেল শব্দ তীব্রতা পরিমাপের একক হিসাবে ব্যবহৃত হলেও, আসলে ডেসিবেল দ্বারা(শব্দ-তীব্রতা,ভোল্টেজ,ইত্যাদি) এর আপেক্ষিক মান নির্ণয় করতে ব্যবহৃত হয়। বেলের দশ-ভাগের একভাগ হচ্ছে এক-ডেসিবেল।
ডেসিবেল কেন ব্যবহার করা হয়?
খুব সহজ কথায় বললে, ডেসিবেল ব্যবহার করা হয় পরিমাপের মানকে সহজ/ছোট করতে।ডেসিবেলে লগারিদম কেন ব্যবহার করা হয়?
ওইযে বললাম মানকে ছোট ও সহজ করতে।লগের মাধ্যমেই বড় অংকের মানকে খুব সহজ আর ছোট করতে।ডেসিবেলে কিভাবে শব্দ পরিমাপ করা হয়?
ডেসিবেল বুঝতে হলে আগে "Sound intensity" বুঝতে হবে।Sound intensity= (Power/Area). বা (w/m^2)
অর্থাৎ একক ক্ষেত্রফলে কতটুকু শক্তি(জুল) Pass হচ্ছে।
আমরা জানি, বেল এককে শব্দ পরিমাপ করতে লগারিদম ব্যবহার করা হয়,
অর্থাৎ B= log(I/Io) বেল।
যেখানে,
I = পরিমাপকৃত intensity,
Io = রেফারেন্স intensity অর্থাৎ ১০^-১২ (w/m^2)
ডেসিবেলে প্রকাশ করলে দাঁড়ায়,
B=10log(I/Io) ডেসিবেল। (যেহেতু বেলের দশ ভাগের এক ভাগ তাই 10 দিয়ে গুন করা হয়েছে)
মানুষের শোনার সর্বনিম্ন intensity 10^-12 (w/m^2) ।
অর্থাৎ ১মিটার ক্ষেত্রে(Area) 0.0000000000012 জুল শব্দ তরঙ্গ Pass হলেও আমরা সেই শব্দ শুনতে পাই।
এখন এরকম মান মনে রাখা/ব্যবহার করা কিছুটা অসুবিধাজনক। এজন্য logarithm করা হয় যেন মানটা ছোট হয় এবং সহজ হয়।
উদাহরণঃ মনে করি আমাদের কানে আসা শব্দের intensity 10^-8 (w/m^2).
এখন আমরা এটাকে ডেসিবেল এ রূপান্তর করব,
অর্থাৎ B= 10log(10^-8/10^-12)
= 40 dB.
আবার ধরি কানে আশা শব্দের intensity 1 (w/m^2) তাহলে,
B= 10log(1/10^-12)
= 120 dB যেটা অনেক বড় মানের,
ডেসিবেল কি শুধু শব্দই পরিমাপ করে?
উত্তর না। আরো অনেক কিছু পরিমাপ করে।➤ ডেসিবেল যখন Power পরিমাপ করে,
dBw =10log(P/Po) যেখানে রেফারেন্স পাওয়ার(Po) 1w ধরা হয়,
আবার রেফারেন্স যদি 1 মিলি watt ধরা হয় তখন সেটা হবে dBm.
➤ডেসিবেল যখন ভোল্টেজ পরিমাপ করে dBv=20log(V/Vo).
এক্ষেত্রে রেফারেন্স ভোল্টেজ(Vo) 1 ভোল্ট ধরা হয়।
উল্লেখ্য যে, এখানে 20log ধরা হয়েছে কারন আমরা জানি P=V^2.
0 Comments