pH কি? pH বলতে কি বোঝায়?

pH বলতে কি বোঝায়

Potential of Hydrogen(pH): কোনো দ্রবনে হাইড্রোজেন আয়নের (H+) ঘনমাত্রা বোঝাতে pH ব্যবহার করা হয়। আর এই ঘনমাত্রার মান থেকে কোনো দ্রবন কতটা এসিডীয় বা ক্ষারীয় সেটা বোঝা যায়। pH স্কেলে এর মান ০-১৪। আর এই মান পাওয়া যায় কোনো দ্রবনে হাইড্রোজেন আয়নের (H+) ঘনমাত্রার ঋণাত্বক লগারিদম থেকে যথা, pH = - log [H+]।

pH কি



pH এ কেন লগের মান নেওয়া হয়? 

আমরা যখন বলবো 1.2×10^-5 মোলার ঘনমাত্রার দ্রবন, সেটা শুনতে কঠিন,বড় মনেহয়। কিন্তু ওই মানকে লগ করলে পাওয়া যাবে -4.9 । যেটা আগের চেয়ে শুনতে সহজ আবার মানকেও ছোট করে দেয়। সোজা কথায় মানকে সহজ করতে লগারিদম করা হয়। 


pH এ কেন ঋণাত্বক লগারিদম নেওয়া হয়? 

মনেকরুন, কোনো দ্রবনে 0.01 মোলার ঘনমাত্রার হাইড্রোজেন আয়নের (H+), pH বের করতে বলে হলো।
[ বিদ্রঃ 0.01 মোলার ঘনমাত্রা মানে প্রতি ১০০টা অন্য আয়নের বিপরীতে দ্রবনে ১টি হাইড্রোজেন আয়ন আছে] এখন যদি মাইনাস ছাড়া মান বসাই, pH = log [0.01] = -2, আমরা পেলাম -২। আর এই মাইনাস মান এড়ানোর জন্য ঋণাত্বক লগারিদম নেওয়া হয়।


বিদ্রঃ pH এর মান ০-১৪ দেওয়া থাকলেও ০ এর নিচে কিংবা ১৪ এর উপরে মান পাওয়ায় সম্ভব।

Post a Comment

1 Comments