সহজ আরডুইনো প্রজেক্ট

আরডুইনো প্রজেক্টঃ

পারসোনালি আমি সবগুলো প্রোজেক্টই করেছি। প্রথম তিনটা ১০০% কাজ হইছে, কিন্তু কালার সর্টার প্রজেক্টটা মাঝে-মধ্যে কালার প্রোপারলি ডিটেক্ট করতে পারতেছিলনা(হয়ত  আমার সেন্সরের কোন প্রব্লেম ছিল)। সুতারাং চাইলে প্রোজেক্টগুলা করতে পারেন।

উল্লেখ্য যে এখানে কিভাবে প্রজেক্টগুলো কাজ করবে যেটা দেওয়া আছে। আপনারা চাইলে আরো অনেক ফিচার প্রজেক্টে যোগ করে নিয়ে প্রিমিয়াম প্রোজেক্ট বানাতে পারেন।

 

স্মার্ট ডাস্টবিনঃ Smart Dustbin যেটাতে অটোমেটিক সেন্সরের মাধ্যমে ডাস্টবিনের ঢাকনা খুলে যাবে, এছাড়া চাইলে আপনি ডাস্টবিন ফুল হলে LED লাইটের মাধ্যমে কিংবা sms এর মাধ্যমে নোটিফিকেশন সিস্টেমও যোগ করতে পারেন।

 

ডাস্টবিন আরডুইনো প্রজেক্ট

 লিংকঃ https://www.youtube.com/watch?v=9yrP1CZN3Ds&t=140s

 

লাইফাইঃ Li-Fi (Light Fidelity) এমন এক টেকনোলজি যেখানে আলোর মাধ্যমে ডাটা ট্রান্সফার করা যায়। যেমন অডিও,ভিডিও,ছবি বা যেকোন বাইনারি ডাটা হাই বিটরেটে ট্রান্সফার করা যায়।

 

আরডুইনো প্রজেক্ট ২


 লিংকঃ https://www.youtube.com/watch?v=1JxImoxlq_Q 

 

কালার সর্টারঃ কালার সর্টারের কাজ হচ্ছে নির্দিষ্ট কালারকে ডিটেক্ট করে আলাদা করতে পারবে।

 

আরডুইনো প্রজেক্ট ৩

 লিংকঃ https://www.youtube.com/watch?v=4DbrWAGDADs&t=604s

 

 


ফিঙ্গারপ্রিন্ট ডোর লকঃ দরজা খুলতে ফিঙ্গারপ্রিন্ট ভেরিফাই হতে হবে।

 

আরডুইনো প্রজেক্ট ৪

লিংকঃ https://www.youtube.com/watch?v=Z44f4B6p-Kk

 

 

Post a Comment

0 Comments