পরিচিত বিখ্যাত উক্তি
ক্ষুধার্ত থেকো,
বোকা
থেকো। - স্টিভ জবস
অপরীক্ষিত জীবনের
কোনো
মূল্য
নেই। - সক্রেটিস
ভীরুরা
মৃত্যুর আগেই
বহুবার
মরে। -শেকসপীয়ার
প্রয়োজনীয়তা উদ্ভাবনের জননী। - প্লোটো
প্রকৃতিই সবচেয়ে
ভাল
শিক্ষক। - রুশো
রেগে
গেলেন
তো
হেরে
গেলেন। - ডেল ক্যার্নেগী
কৃতজ্ঞ
কুকুর
অকৃতজ্ঞ মানুষ
অপেক্ষা শ্রেয়
– শেখ সাদী
অল্পবিদ্যা ভয়ংকর। - আলেকজান্ডার পোপ
যারা
খুব
বেশি
কথা
বলে
তারা
খুব
কম
চিন্তা
করে। - জন ড্রাইডেন
সুযোগই মানুষকে চোর বানায়। - ফ্রান্সিস বেকন
একই
সাথে
প্রেম
করা
ও
বুদ্ধিমান হওয়া
অসম্ভব। - ফ্রান্সিস বেকন
যে
সবার
বন্ধু,
সে
আসলে
কারোরই
বন্ধু
নয়। - এরিস্টটল
বোকারা সবসময়ই ঠিক। - ডেভিড হেয়ার
অভাব
যখন
দরজায়
এসে
দাঁড়ায়, ভালোবাসা তখন
জানালা
দিয়ে
পালায়
।
-শেকসপীয়ার
তুমি
আমাকে
শিক্ষিত মা
দাও,
আমি
তোমাকে
শিক্ষিত জাতি
দিব। - নেপোলিয়ন বোনাপার্ট
অসম্ভব
এমন
একটি
শব্দ
যা
কেবল
বোকাদের অভিধানেই পাওয়া
যায়। - নেপোলিয়ন বোনাপার্ট
আমার
সব
থেকে
ভালো
বন্ধু
হল
আয়না,
কারন
আমি
যখন
কাঁদি
তখন
সে
হাঁসে
না। - চার্লি চ্যাপলিন
সূর্যের মতো
দীপ্তিমান হতে
হলে
প্রথমে
তোমাকে
সূর্যের মতোই
পুড়তে
হবে।
- এ পি জে আবুল কালাম আজাদ
আপনার
দরিদ্র
হয়ে
জন্মানোটা দোষের
না
কিন্তু
দরিদ্র
হয়ে
থাকাটাই দোষের। - জ্যাক মা
জীবন
নামক
নাট্যমঞ্চে সবাই
একেকজন
অভিনেতা/ অভিনেত্রী। - শেকসপীয়ার
কাল
আমার
পরীক্ষা। কিন্তু
এটা
আমার
কাছে
বিশেষ
কোন
ব্যাপারই না,
কারন
শুধুমাত্র পরীক্ষার
খাতার
কয়েকটা পাতাই
আমার
ভবিষ্যৎ নির্ধারন করতে
পারেনা। - টমাস আলভা এডিসন
বিখ্যাত ব্যাক্তিদের উক্তি নামানুসারে
এখানে নাম অনুসারে আলাদা আলাদা করে বিখ্যাত ব্যাক্তিদের অতি পরিচিত গুরুত্বপূর্ন উক্তিগুলো দেওয়া হলঃ
সক্রেটিস
- টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভাল।
- বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন ।
- অন্যায় করে লজ্জিত না হওয়াটা আরেক অন্যায়।
- মৃত্যুই হল মানুষের সর্বাপেক্ষা বড় আশীর্বাদ।
- অপরীক্ষিত জীবনের কোনো মূল্য নেই।
শেকসপীয়ার
- ভীরুরা
মৃত্যুর আগেই
বহুবার
মরে,সাহসীরা জীবনে একবারই মৃত্যুর স্বাদ
গ্রহণ
করে ।
- যাহা তুমি দেখাও, তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জান, তার তুলনায় কম কথা বলা উচিত।
- অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় ।
- পৃথিবীর জীবন নামক নাট্যমঞ্চে সবাই একেকজন অভিনেতা/ অভিনেত্রী। শুধুমাত্র চরিত্রগুলো ভিন্ন।
ওয়ারেন বাফেট
- খ্যাতি অর্জন করতে ২০ বছর লাগে আর তা নষ্ট করতে লাগে মাত্র ৫ মিনিট।
- সততা খুবই দামী একটি উপহার। তা কখনোই সস্তা লোকের নিকট থেকে আশা করবেন না!
টমাস আলভা এডিসন
- কাল আমার পরীক্ষা। কিন্তু এটা আমার কাছে বিশেষ কোন ব্যাপারই না, কারন শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারন করতে পারেনা।
- আমি বলবনা আমি ১০০০ বার হেরেছি, আমি বলবো যে আমি হারার ১০০০ টি কারণ বের করেছি॥
- প্রতিভা, এক শতাংশ প্রেরণা আর নিরানব্বই শতাংশ পরিশ্রমের দ্বারা গঠিত।
- কারো অতীত জেনোনা, বর্তমানকে জানো এবং সেটা জানাই যথার্থ ।
স্টিভ জবস
- ক্ষুধার্ত থেকো, বোকা
- আপনার সময় সীমিত, সুতরাং অন্য কারো জীবন যাপন না করে বরং নিজের জীবনটাই যাপন করুন।
- সক্রেটিসের সঙ্গে একটি সন্ধ্যা কাটানোর জন্য আমি আমার সব প্রযুক্তি দিয়ে দিতে রাজি।
স্টিফেন হকিং
- আশ্চর্যের বিষয় হল, যে মানুষেরা অদৃষ্টে বিশ্বাস করেন। রাস্তা পারাপার করার সময় তারাই দুদিক দেখে নেন।
শেখ সাদী
- আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।
- কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষ অপেক্ষা শ্রেয়
- একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারেনা।
- দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলো, কারন তুমি জান না দেয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে।
- মুখের কথা হচ্ছে থুথুর মত, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার সময় খুব চিন্তা করে বলা উচিত।
- তিন জনের নিকট কখনো গোপন কথা বলিও না- (ক) স্ত্রী লোক. (খ) জ্ঞানহীন মূর্খ. (গ) শত্রু।
প্লেটো
- প্রয়োজনীয়তা উদ্ভাবনের জননী।
- জ্ঞানীরা কিছু বলার থাকলে কথা বলে আর নির্বোধরা কিছু বলার জন্য বলে।
- প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে ওঠে।
নেপোলিয়ন বোনাপার্ট
- তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো
- ধর্মই গরীবদেরকে বিরত রাখে ধনীদের হত্যা করা থেকে।
- অসম্ভব এমন একটি শব্দ যা কেবল বোকাদের অভিধানেই পাওয়া যায়।
- যে যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে সে সেই বিষয়ে শিক্ষিত, কাজেই সবাই শিক্ষিত।
মার্ক টোয়েন
- ছোটখাটো দোষত্রুটি নেই এমন লোকের উপর আমার বিন্দুমাত্র আস্থা নাই।
- সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন॥
এডলফ হিটলার
- আমি বিশ্বের সব ইহুদী মারতাম, কিন্তু কিছু ইহুদী বাঁচিয়ে রাখলাম যাতে পুরো বিশ্ব বুঝতে পারে যে কেন আমি তাদের মেরেছি”
- আমি আপনাকে কখনও ভালবাসতে না বলে যুদ্ধ করতে বলি। কারণ যুদ্ধে হয় আপনি বাঁচবেন না হয় মরবেন। কিন্তু ভালবাসাতে না পারবেন বাঁচতে; না মরতে॥ ”
আব্রাহাম লিংকন
- প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক; কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক॥
- যার মা আছে সে কখনও গরীব নয়। আমি যা, বা যা হতে চাই না কেন আমি আমার মায়ের কাছে ঋণী।
- “যদি আমার কাছে একটি গাছ কাটার জন্য ৮ ঘণ্টা সময় থাকে।। তাহলে আমি কুড়াল ধার করার জন্য ৭ঘণ্টা ব্যায় করব”
জন ড্রাইডেন
- ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ থেকে সাবধান।
- যারা খুব বেশি কথা বলে তারা খুব কম চিন্তা করে।
- আমরা প্রথমে আমাদের অভ্যাসগুলোকে গড়ে তুলি, এবং তারপর অভ্যাসগুলো আমাদের গড়ে তোলে।"
জ্যাক মা
- আপনার দরিদ্র হয়ে জন্মানোটা দোষের না কিন্তু দরিদ্র হয়ে থাকাটাই দোষের।
- আমার চাকরি হচ্ছে আরো বেশি লোকদের চাকরি পাইয়ে দেয়া।
- যখন আমাদের টাকা থাকে তখন আমরা ভুল করা শুরু করি।
হেলেন কেলার
- আলোতে একাকী হাটার চেয়ে বন্ধুকে নিয়ে অন্ধকারে হাটা উত্তম।
ফ্রান্সিস বেকন
- যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালো ভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে॥ ”
- সুযোগ চোর তৈরি করে।
- একই সাথে প্রেম করা ও বুদ্ধিমান হওয়া অসম্ভব
এডওয়ার্ড ইয়ং
- পরের উপকার করা ভাল কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়।
- উচ্চাশা যেখানে শেষ হয়, সেখান থেকেই শান্তির শুরু হয়।
ডেল ক্যার্নেগি
- রেগে গেলেন তো হেরে গেলেন।
- যা আপনাকে পীড়া দেয়, এমন বিষয় নিয়ে এক মিনিটের বেশি ভাববেন না।
- দুশ্চিন্তা দূর করার এক নম্বর উপায় হল- ব্যস্ত থাকা।
চার্লি চ্যাপলিন
- আমার সব থেকে ভালো বন্ধু হল আয়না, কারন আমি যখন কাঁদি তখন সে হাঁসে না
- আমি বৃষ্টিতে হাঁটি যাতে কেউ আমার অশ্রু দেখতে না পারে
বায়রন
- যখন সম্ভব হাসুন, কারণ
- এটি হলো সবচেয়ে সস্তা ঔষধ।
এরিস্টটল
- বন্ধু কি ? এক আত্মার দুইটি শরীর।
- যে সবার বন্ধু, সে আসলে কারোরই বন্ধু নয়
- যে ব্যক্তি সমাজের অন্তর্ভুক্ত নয় সে হয় ফেরেস্থা, নয় পশু।
- শান্তিতে বসবাস করার জন্যেই আমরা যুদ্ধে লিপ্ত হই।
এ.পি.জে আবুল কালাম
- স্বপ্ন সেটা নয়, যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে সপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না
- সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে।
- যদি তুমি তোমার কাজকে স্যালুট কর, দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান কর, অমর্যাদা কর, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে।
- তুমি তোমার ভবিষ্যত পরিবর্তন করতে পারবে না কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে এবং তোমার অভ্যাসই নিশ্চিত ভাবে তোমার ভবিষ্যত পরিবর্তন করবে।
- জাতির সবচেয়ে ভাল মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে।
0 Comments