Function key এর কাজ ও ব্যবহার।

 
Function key

 Function key এর কাজ

F1 থেকে F12 পর্যন্ত ফাংশন কি (Function Key) বলা হয়।

F1 : যেকোন প্রগ্রামের হেল্প মেনু দেখতে এটি ব্যবহৃত হয়।   

F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তনের (Rename) এর জন্য এটি ব্যবহৃত হয়।  ফাইল বা ফোল্ডার নির্বাচন করে এই Key  চেপে নাম Rename করা যায়।

F3: এটি দিয়ে কোন প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়। এছাড়া Shift+F3 চেপে ওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ অনায়াসে করা যায়।

F4 : Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায়।

Word এর last action performed আবার পুনরায় (Repeat) করা যায়।  

F5 : ইন্টারনেট ব্রাউজার,পেজ ইত্যাদি Refresh করা যায়। ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা হয়। পাওয়ার পয়েন্টে স্লাইড শো চালু এবং বন্ধ করা যায়।

F6 : এই key দিয়ে মাউস কারসারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (address bar) নিয়ে যাওয়া যায়।  

F7 : MS Word এর বিভিন্ন ব্যাকরন এবং বানান ঠিক করা হয়। Shift+F7 চেপে ওয়ার্ডের কোন selected শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানা যায়।

F8 : অপারেটিং সিস্টেম  Safe Mode চালু করার জন্য এটি  ব্যবহৃত হয়।

F9 : কোয়ার্ক এক্সপ্রেস .-এর মেজারমেন্ট টুলবার open করার জন্য F9 কি ব্যবহৃত হয়। উল্লখ্য যে, কোয়ার্ক এক্সপ্রেস  সফটওয়্যারের মাধ্যমে সংবাদপত্র, ম্যাগাজিন, ক্যাটালগ, লিফলেট প্রভৃতির পৃষ্ঠাসজ্জা বা পেজ মেক আপ করা হয়।

F10 : Browser অথবা যেকোন active উইন্ডোর মেনুবার select করা যায়।

F11: যেকোন সক্রিয় উইন্ডো কে Full Screen দেখাতে এবং স্বাভাবিক অবস্থায় আনতে এটি ব্যবহৃত হয়।

F12 : MS Word এর Save as উইন্ডো open করা যায় এই কি চেপে। এছাড়া কম্পিউটার বুট করতেও ব্যবহৃত হয়।

 

Post a Comment

0 Comments