Gerund কাকে বলে? Gerund ও Participle চেনার উপায়।

 

 

gerund participle

Gerund ও Participle

Gerund, Participle এবং Infinitive বোঝা খুব সহজ। এগুলা বুঝতে হলে আগে verb সম্পর্কে একটু জানা দরকার।

Verb প্রধানত দুই প্রকারঃ

  • Finite verb
  • Non-finite verb

Non-finite verb তিন প্রকার যথা,

  • Gerund
  • Participle
  • Infinitive 

 

 Gerund কি

Gerund: (verb+ing) যখন একই সাথে verb এবং noun এর কাজ করে তখন তাকে Gerund বলে।

walking, swimming, running, reading...etc

Walking is a good exercise.

Swimming is a good exercise.

এখানে Walking এবং Swimming একই সাথে যেমন কাজ করা(verb) বোঝাচ্ছে তেমনি একটা exercise এর নামও(noun) বোঝাচ্ছে। সুতারাং Walking, Swimming হলো Gerund

বিদ্রঃ Gerund মানেই সবসময় Verb+ing.

 

Participle

Participle: কোনো word যখন verb adjective এর মত কাজ করে তখন তাকে Participle বলা হয়।

I am singing a song অথবা

I sang a song

এখানে একই সাথে গান গাওয়া (verb) এবং গান গাইতে পারা যে একটি গুন(adjective) উভয়েই বোঝাচ্ছে। সুতারাং Signing or Sang হলো participle.

বিদ্রঃ Participle verb এর সাথে ing(present participle),ed(past participle), having(pefect particple) থাকে।

 

 Infinitive

Infinitive: চেনা খুব সহজ, to+verb থাকলেই infinitive

to sing, to play, to go...etc

যেমনঃ

Birds love to sing.

I like to play cricket.

 

 

Post a Comment

0 Comments