Gerund ও Participle
Gerund, Participle এবং Infinitive বোঝা খুব সহজ। এগুলা বুঝতে হলে আগে verb সম্পর্কে একটু জানা দরকার।
Verb প্রধানত দুই প্রকারঃ
- Finite verb
- Non-finite verb
Non-finite verb তিন প্রকার যথা,
- Gerund
- Participle
- Infinitive
Gerund কি
Gerund: (verb+ing) যখন একই সাথে verb এবং noun এর কাজ করে তখন তাকে Gerund বলে।
walking, swimming, running, reading...etc
Walking is a good exercise.
Swimming is a good exercise.
এখানে Walking এবং Swimming একই সাথে যেমন কাজ করা(verb) বোঝাচ্ছে তেমনি একটা exercise এর নামও(noun) বোঝাচ্ছে। সুতারাং Walking, Swimming হলো Gerund।
বিদ্রঃ Gerund মানেই সবসময় Verb+ing.
Participle
Participle: কোনো word যখন verb ও adjective এর মত কাজ করে তখন তাকে Participle বলা হয়।
I am singing a song অথবা
I sang a song
এখানে একই সাথে গান গাওয়া (verb) এবং গান গাইতে পারা যে একটি গুন(adjective) উভয়েই বোঝাচ্ছে। সুতারাং Signing or Sang হলো participle.
বিদ্রঃ Participle এ verb এর সাথে ing(present participle),ed(past participle), having(pefect particple) থাকে।
Infinitive
Infinitive: চেনা খুব সহজ, to+verb থাকলেই infinitive।
to sing, to play, to go...etc
যেমনঃ
Birds love to sing.
I like to play cricket.
0 Comments