লুমেন, লাক্স এবং ক্যান্ডেলা কি? ক্যান্ডেলা কিসের একক?

 
 
লুমেন ক্যান্ডেলা
আলোর পথকে সরু করে ক্যান্ডেলা বাড়ানো হচ্ছে
 

লুমেন -ক্যান্ডেলা- লাক্স

 
আলোক ফ্লাক্স (luminous flux): কোন আলোক উৎস থেকে উৎপন্ন মোট আলোক শক্তিকে আলোক ফ্লাক্স বলে।
 
আলোক ফ্লাক্সের একক "লুমেন"। 
 
 
দীপন তীব্রতা (luminous intensity): কোন আলোক উৎস থেকে নির্দিষ্ট দিকে মোট নির্গত আলোকে দীপন তীব্রতা বলে।
 
দীপন তীব্রতা একক "ক্যান্ডেলা"।
 
 
দীপন মাত্রা (Illumination): কোন আলোক উৎস হতে নির্দিষ্ট পৃষ্টে পতিত আলোকে দীপন মাত্রা বলে।
 
দীপন মাত্রার একক "লাক্স"।
 
 

লুমেন,লাক্স ও ক্যান্ডেলার পার্থক্য

যেহেতু লুমেন,ক্যান্ডেলা,লাক্স যথাক্রমে আলোক ফ্লাক্স, দীপন তীব্রতা এবং দীপন মাত্রার একক সুতারাং আমরা আলোক ফ্লাক্স, দীপন তীব্রতা, দীপন মাত্রা না বলে লুমেন,ক্যান্ডেলা ও লাক্স বলব।
 
তিনটা জিনিসের পার্থক্য সহজে বুঝতে গেলে একটা সাধারণ "লাইট বাল্ব" এবং "লেজার লাইট" এর কথা চিন্তা করুন।
সাধারণ "লাইট বাল্বের" লুমেন বেশি থাকা সত্ত্বেও আলো বেশিদূর যেতে পারেনা, কারন আলো ছড়িয়ে থাকে বলে সাধারণ বাল্বের ক্যান্ডেলা কম হয়।
কিন্তু কম লুমেনের "লেজার লাইটের" আলো অনেক দূর অব্দি যায়। কারন লুমেন কম হলেও লেজার লাইটের ক্যান্ডেলা অনেক বেশি থাকে।
সুতারাং আলো কতদূর যাবে সেটা ঠিক করে ক্যান্ডেলা।
 

একই লুমেন কিন্তু ভিন্ন ক্যান্ডেলা ?

দুইটি সমমানের বাতি A এবং B এর কথা চিন্তা করি, ধরি প্রত্যেকের মান ২ লুমেন। সাধারন অবস্থায় তাদের লুমেন এবং ক্যান্ডেলা সমান হবে। এখন যদি B বাতিকে লেন্স পরিয়ে আলো সরু পথে প্রবাহিত করা হয় তবে দুইটি বাতির লুমেন একই থাকলেও B বাতির ক্যান্ডেলার মান বেশি হবে। কারন B বাতির আলো সমস্ত আলো সরু পথে প্রবাহিত করায় নির্দিষ্ট দিকে আলোক ফ্লাক্স বেড়ে যাচ্ছে ফলে ক্যান্ডেলার মান বেড়ে যাচ্ছে।
 
এবার আসা যাক লাক্স নিয়ে, লাক্স হচ্ছে কোন পৃষ্ঠ আলো দ্বারা কতটা উজ্জ্বল। অর্থাৎ আলো যখন কোনো পৃষ্ঠে আপতিত হয় তখন আপতিত পৃষ্ঠে নির্দিষ্ট জায়গায় পরিমানকৃত আলোকে লাক্স বলে। সাধারনত দূরত্বের সাথে সাথে লাক্স কমতে থাকে। অর্থাৎ ২মিটার দূরে একক ক্ষেত্রফলে যে আলো পাবো ৪মিটার দূরে একই ক্ষেত্রফলে সমান আলো পাবোনা।

 

Post a Comment

0 Comments