বিন্দু,রেখা, রেখাংশ,রশ্মি ও তল কাকে বলে?

রেখা, রেখাংশ ও রশ্মি

রেখা-বিন্দু-তল এর পার্থক্য

রেখা (Line)

যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই তাকে রেখা বলে।

একটি রেখার প্রান্তবিন্দু নেই। যেহেতু প্রান্তবিন্দু নেই সুতারাং একটি রেখার নিদিষ্ট দৈর্ঘ্য থাকার কোনো প্রশ্নই আসেনা। অর্থাৎ একটি রেখার নিদিষ্ট দৈর্ঘ্য নেই।

 

রেখাংশ (Segment): 

রেখার নির্দিষ্ট পরিমান অংশকে রেখাংশ বলে।

রেখাংশের দুইটি প্রান্তবিন্দু আছে। যেহেতু প্রান্তবিন্দু আছে সুতারাং একটি রেখাংশের নির্দিষ্ট দৈঘ্য আছে।

 

 রশ্মি (Ray): 

যার শুরুর অবস্থান আছে কিন্তু শেষের কোণো প্রান্তবিন্দু নেই তাকে রশ্মি বলে।

একটি রশ্মির মাত্র একটি প্রান্ত বিন্দু আছে। যেহেতু একটি প্রান্তবিন্দু আছে কিন্ত অপর পাশের প্রান্তবিন্দু নেই সুতারাং একটি রশ্মির নিদিষ্ট দৈর্ঘ্য নেই। 


বিন্দু,রেখা,রেখাংশ,রশ্মি,তল এর সংজ্ঞা

বিন্দু (Point): 

যার শুধু অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য,প্রস্থ ও বেধ বা উচ্চতা কিছুই নেই, তাকে বিন্দু বলে।


তল (Surface):

যার দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই, তাকে তল বলে।

Post a Comment

0 Comments