উন্নতি কোণ এবং অবনতি কোণ কাকে বলে?


উন্নতি এবং অবনতি কোণ
উন্নতি এবং অবনতি কোণ

উন্নতি ও অবনতি কোণ  এর পার্থক্য

উন্নতি কোণ (Elevation angle):

ভুতলের উপরের কোন বিন্দু ভুমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে।
 

অবনতি কোণ(Depression angle):

ভুতলের নিচের কোন বিন্দু ভুমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে।
 
 
খুব সহজভাবে বললে, আমাদের চোখের উচ্চতা থেকে বেশি উচ্চতার কোনো বস্তু দেখলে কোণ হবে উন্নতি কোণ। আবার আমাদের চোখের উচ্চতা থেকে কম উচ্চতার কোনো বস্তু দেখলে কোণ হবে অবনতি কোণ। 

আমরা যত উপরের দিকে তাকাই, উন্নতি কোণ ততই বেশি হতে থাকে। যেমন ৫তলা কোনো ভবনের চেয়ে ১০তলা ভবনের দিকে তাকাতে আমাদের বেশি উন্নিত কোণো তাকাতে হয়।
অনুরূপভাবে আমরা যত বেশি নিচের দিকে তাকাই তত বেশি অবনতি কোণ বেশি হতে থাকে।
 
 
উন্নতি এবং অবনতি কোণ

 

চিত্রে AOC উন্নতি কোণ এবং BOC অবনতি কোণ।


 

Post a Comment

0 Comments