দর্পন ও লেন্সের মধ্যে পার্থক্য ও চেনার উপায়।

দর্পন ও লেন্স এর পার্থক্য

খুব সহজে বললে,দর্পনে আলোর প্রতিফলন ঘটে কিন্তু লেন্সে আলোর প্রতিসরণ ঘটে।

দর্পন(mirror): দর্পন বা আয়না হল এমন একটি মসৃণ তল, যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে।

দর্পনে প্রতিফলন ঘটার কারন হচ্ছে দর্পনের একপাশে  ধাতুর প্রলেপ দেয়া হয়। আর ধাতুর এই চকচকে প্রলেপ দেবার কারনেই দর্পনে আলোর প্রতিফলন ঘটে। আলো ধাতুর প্রলেপ ভেদ করে প্রতিসরণ ঘটাতে পারেনা।

দর্পন ও লেন্সের পার্থক্য
দর্পন

দর্পনের উদাহরণঃ গাড়ীর লুকিং মিরর,সমতল দর্পন, সেলুনে ব্যবহৃত আয়না  ইত্যাদি। অর্থাৎ যেগুলোর একপাশে প্রলেপ আছে, একপাশ থেকে আরেকপাশ দেখা যায়না।

 

লেন্স(Lense): লেন্স এক ধরনের সীমাবদ্ধ স্বচ্ছ মাধ্যম, যার মধ্য দিয়ে আলোর প্রতিসরণ ঘটে। 

লেন্সে দর্পনের মত একপাশে প্রলেপ দেয়া থাকেনা। যেহেতু লেন্স স্বচ্ছ এবং কোনো পাশে ধাতুর প্রলেপ দেয়া থাকেনা তাই লেন্সে আলোর প্রতিসরণ ঘটে। 

 

দর্পন ও লেন্সের পার্থক্য
লেন্স

লেন্সের উদাহরণঃ চশমা,ম্যাগনেফাই গ্লাস অর্থাৎ যেগুলোর কোনো পাশে প্রলেপ দেয়া নেই, একপাশ থেকে আরেকপাশ দেখা যায়।

দর্পন ও লেন্সের চেনার উপায়ঃ 

দর্পন ও লেন্স চেনা অনেক সহজ। সমতল স্বচ্ছ মাধ্যমের একপাশে যেমন প্রলেপ দেয়া থাকলে সেটা সমতল দর্পন, আবার গোলীয় স্বচ্ছ মাধ্যমের একপাশে প্রলেপ দেয়া থাকলে সেটা গোলীয় দর্পন। গোলীয় দর্পনের বাইরের দিকে প্রলেপ থাকলে সেটি অবতল আর ভিতরের দিকে প্রলেপ থাকলে সেটি উত্তল দর্পন।

যে স্বচ্ছ মাধ্যমের বা লেন্সের পেট মোটা অর্থাৎ যে লেন্সের মধ্যভাগ মোটা এবং প্রান্তভাগ ক্রমশ সরু সেটি উত্তল লেন্স। আর লেন্সের মধ্যভাগ সরু কিন্তু প্রান্তভাগ ক্রমশ মোটা সেটি অবতল লেন্স। 

 

 

Post a Comment

0 Comments