IELTS TOFLE ও GRE পরীক্ষার পার্থক্য
IELTS ও TOFLE দুইটা পরীক্ষাই ইংরেজী ভাষার উপর আপনার দক্ষতা যাচাই করে, অপরদিকে GRE পরীক্ষা মেধা যাচাই করে।
অর্থাৎ IELTS এবং TOFLE শুধু ইংরেজি ভাষার উপর আপনার দক্ষতা যাচাই করে, অন্যসব বিষয় যেমন, গনিত,চিন্তাশক্তি,মানসিক দক্ষতা দেখতে যায়না। অন্যদিকে GRE আপনার বিভিন্ন বিষয়ের স্কিল যাচাই করে।
সাধারনত IELTS লাগে ইউরোপের দেশের জন্য, “Briish Counsil” এর অধীনে পরীক্ষা হয়। আর আমেরিকা চায় টোফেল। টোফেল পরীক্ষা আমেরিকা নিয়ে থাকে।
অন্যদিকে GRE লাগে আমেরিকা-কানাডার ভালো ভালো ইউনিভার্সিটির জন্য। অনেক ইউরোপিয়ান ইউনিভার্সিটির জন্য শুধুমাত্র সিজিপিএ আর IELTS/TOEFL স্কোর হলেই চলে।
কিন্তু আমেরিকার ইউনিভার্সিটিগুলো সহ আরো বেশ কিছু দেশের ইউনিভার্সিটি জানে, শুধু সিজিপিএ এবং ইংরেজি ভাষা জানা কারো যোগ্যতার মাপকাঠি হতে পারেনা। সেজন্য তারা GRE চায়। তাই যাদের সিজিপিএ কম, তাদের জন্য GRE নিজের যোগ্যতা প্রমাণের একটা সুযোগ ।
0 Comments