যেভাবে ফেসবুকে সিঙ্গেল নাম দিবেন?
ফেসবুকে নাম সিঙ্গেল করা খুব সহজ। তবে সব দেশ থেকে সিঙ্গেল নাম দেওয়া যায়না। সিঙ্গেল নাম "ইন্দোনেসিয়ায়" বসবাসকারী লোকজন দিতে পারে। কারন সেখানে বসবাসকারী লোকজনের ফুল নেম হয় এক শব্দের। এজন্য ফেসবুক "ইন্দোনেসিয়ায়" বসবাসকারী লোকজনের জন্য সিঙ্গেল নাম ব্যবহারের সুবিধা দিয়েছে। সুতারাং সিঙ্গেল নামের জন্য "ইন্দোনেসিয়ার" প্রক্সি প্রয়োজন হয়। আর এই প্রক্সির জন্য আমরা VPN ইউজ করবো।
Step:1 - সিঙ্গেল নামের প্রথম ধাপ
প্রথমে Playstore থেকে "VPN Indonesia" অ্যাপটি ইন্সটল করে নিন।
To Install: Click here
Step:2 - সিঙ্গেল নামের প্রথম ধাপ
অ্যাপে ঢুকে অনেক দেশের সার্ভার দেখতে পাবেন। সেখান থেকে Indonesia,jakarta সিলেক্ট করুন।
সফলভাবে কানেক্ট হলে মোবাইলের উপরে চাবির মত কিছু দেখতে পাবেন। দেখতে পেলে বুঝবেন কানেক্ট হয়েছে।
Step:3 - সিঙ্গেল নামের শেষ ধাপ
এবার যেকোনো ব্রাউজারে গিয়ে আপনার ফেসবুক আইডিতে যান।
Setting & Privacy > Personal Information> Name Edit
"First Name" বক্সে আপনার কাঙ্খিত সিঙ্গেল নাম দিন।
"Middle Name ও Last Name" এর box ফাকা রাখুন।
তারপর Review Change এ ক্লিক করুন।
তারপর আপনার Password দিয়ে Save করুন। কাজ শেষ। হয়ে গেল আপনার কাংখিত এক শব্দের নাম বা সিঙ্গেল নাম।
বিদ্রঃ আপনি ৬০ দিনের মধ্যে নাম চেঞ্জ করে থাকলে, নাম চেঞ্জ করতে পারবেননা। ৬০ দিন পূর্ন হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে।
0 Comments