IELTS পরীক্ষা কি? IELTS কেন করতে হয়?


IELTS keno

 

IELTS কি এবং ILETS কেন করব?

IELTS (International English Language Testing System): IELTS হচ্ছে ইংরেজি ভাষার দক্ষতা যাচাই এর জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পরীক্ষা। 

 

IELTS কাদের জন্য?

যারা পৃথিবীর বিভিন্ন দেশে পড়াশোনা অথবা কাজ করতে যেতে চান, ইংরেজি ভাষার ওপর তাঁদের দক্ষতা প্রমাণের জন্য এই পরীক্ষা দিতে হয়।

এই পরীক্ষা দেয়ার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার দরকার হয় না। অর্থাৎ যে কেউ,যে কোন বয়সের মানুষ এই পরীক্ষা দিতে পারেন।

IELTS পরীক্ষা দুই ধরনেরঃ  . একাডেমিক 

                                            . জেনারেল ট্রেনিং।

 

যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান(স্নাতক, স্নাতকোত্তর অথবা পিএইচডি) তাদেরকে দিতে হয় একাডেমিক পরীক্ষা (AcademicModule)

আর যারা কারিগরি বিষয় বা প্রশিক্ষণ অথবা ইমিগ্রেশনের জন্য যেতে চান তাদের জন্য জেনারেল (GeneralModule)

 

 

IELTS এ কয়টি বিষয়ের উপর পরীক্ষা দিতে হয়?

মোট চারটি বিষয়ে দক্ষতা যাচাই করা হয় যথাঃ  লিসেনিং, রাইটিং, রিডিং এবং স্পিকিং।

লিসেনিং, রাইটিং এবং রিডিং পরীক্ষা হবে একইদিনে বিরতি ছাড়া।

তবে স্পিকিং পরীক্ষা হয় অন্য আরেকদিনে। পরীক্ষার আগে তারিখ জানিয়ে দেয়া হয়।  

 

পরীক্ষার মোট সময়ঃ   ঘন্টা ৪৫ মিনিট।

                             রাইটিং(writing) - সময়সীমা ৬০ মিনিট

                             স্পিকিং (Speaking) - সময়সীমাঃ ১০-১৫ মিনিট

                             লিসেনিং (Listening) - সময়সীমাঃ ৩০ মিনিট

                             রিডিং-Reading - সময়সীমাঃ ৬০ মিনিট


 

IELTS পরীক্ষার জন্য কিভাবে রেজিস্ট্রেশন করবো?

IDP অথবা “Briish Counsil” যেকোনো একটির অধীনে পরীক্ষা দেয়া যায়। অনলাইন এবংটেস্ট সেন্টারে গিয়ে দুভাবেই পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করা যায়। বিস্তারিত জানার জন্য IDP অথবা ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। নিচে ওয়েবসাইট লিংক দেওয়া হল।

লিংকঃ

British Counsil:  https://www.britishcouncil.org.bd/en/exam/ielts/book-test

 IDP:  https://www.idp.com/bangladesh/ielts/online-test-registration/

 

Post a Comment

0 Comments