টিভির রিমোটে বাল্ব থাকে কেন?

টিভির রিমোটে বাল্ব থাকে কেন
টিভি রিমোট

রিমোটে বাল্ব থাকার কারণঃ

রিমোটে যে বাল্ব(infrared light emitting diode) থাকে, তা থেকে এক ধরনের আলো বের হয় যেটাকে আমরা খালি চোখে দেখতে পাইনা। আর এই আলোর নাম "ইনফ্রারেড রে বা অবলোহিত রশ্মি"। 

আমরা যে আলো দেখতে পাই তার তরঙ্গ দৈর্ঘ্য ৪০০-৭০০ ন্যানোমিটার। আর এই তরঙ্গ দৈর্ঘ্যের উপরের আলো আমরা দেখতে পাইনা। রিমোটে যে বাল্ব ব্যবহার করা হয়, সেই আলোর তরঙ্গদৈর্ঘ্য ৭০০ ন্যানোমিটারের বেশি। যেহেতু অবলোহিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য থেকে বেশি তাই আমরা খালি চোখে এই রশ্মি দেখতে পাই না। টিভি রিমোট এই অবলোহিত রশ্মি উৎপন্ন করে সিগনাল  টিভিতে প্রেরণ করে। 

 টিভি ছাড়া রিমোট পরীক্ষার উপায়?

মজার ব্যাপার হলো মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে এই আলো দেখা যায়। ফোনের ক্যামেরা অন করে আমরা যদি রিমোটের যেকোন বাটন প্রেস করি, তাহলে আমরা  ফোনের স্ক্রিনে আলো দেখতে পাবো। আলো দেখতে পাবার কারন, আমাদের চোখ অবলোহিত রশ্মি দেখতে না পারলেও ফোনের ক্যামেরা অবলোহিত রশ্মি ডিটক্ট করতে পারে। আর এভাবে টিভি ছাড়াও একটি রিমোট ভালো নাকি নষ্ট তা পরীক্ষা  করতে পারি।

Post a Comment

0 Comments