স্মার্টফোনের সবচেয়ে ভালো প্রসেসর কোনটি ?

সবচেয়ে ভালো প্রসেসর

 

জনপ্রিয় কিছু স্মার্টফোন প্রসেসর সিরিজ

রেটিং অনুযায়ী সবচেয়ে ভালো প্রসেসর সম্পর্কে পর্যায়ক্রমে আলোচনা করা হলঃ

 

বায়োনিক (Bionic):

প্রস্তুতকারকঃ অ্যাপল

আমেরিকার কম্পানি অ্যাপল তাদের ফোনের জন্য এই প্রসেসর তৈরী করে থাকে। যেমনঃ A13 Bionic, A14 Bionic বর্তমানে সবচেয়ে ভালো প্রসেসর। 

 

স্ন্যাপড্রাগন (Snapdragon):

প্রস্তুতকারকঃ আমেরিকার কোম্পানি কোয়ালকম

কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর তৈরী করে। যেমনঃ  Snapdragon 888, Snapdragon 870

 

এক্সিনস (Exynos):

প্রস্তুতকারকঃ স্যামসাং

এক্সিনস তৈরি করে দক্ষিন কোরিয়ার টেক জায়েন্ট Samsung। যেমনঃ  Exynos 2100, Exynos 1080

 

হিসিলিকন কিরিন (Kirin) :

প্রস্তুতকারকঃ চীনা স্মার্টফোন কোম্পানি হুয়াওয়ে

চীনা টেক জায়ান্ট হুয়াইয়ে এই প্রসেসর  তৈরী করে। যেমনঃ Kirin 9000, Kirin 9000E

 

মিডিয়াটেক (Media Tek):

প্রস্তুতকারকঃ তাইওয়ান ।

তাইওয়ানের এই কোম্পানি বিশ্বের সবচেয়ে সস্তা প্রসেসর প্রস্তুতকারক। মিডিয়াটেক সবচেয়ে সস্তা প্রসেসর তৈরী করে। কিন্ত দামের তুলনায় প্রসেসর অনেক ভালো মানের। যেমনঃ Dimensity 1200, Helio 95  আমাদের বাংলাদেশে ওয়াল্টন হেলিও  প্রসেসর বেশি  ব্যবহার করে।

 

Smartphone Processors Ranking (august,2021)

উল্লেখ্য যে, টপ ১৫০ প্রসেসরের মধ্যে নিচে দেওয়া প্রসেসর গুলা যথাক্রমে ১,২,৩,৪ নাম্বারে আছে।      

A14 Bionic (Apple) -  Rating: 96

Snapdragon 888 (Qualcomm) - Rating: 92

Exynos 2100 (Samsung) - Rating: 89

Kirin 9000 (HiSilicon) -  Rating: 89

 

সাধারণত একই  কম্পানির প্রসেসরের কোরের সংখ্যা এবং গিগাহার্জ (GHz) যত বেশি প্রসেসর তত ভালো মানের। তবে ভালো প্রসেসর শুধু কোরের উপরে নির্ভর করে না। যেমন একটি খারাপ কম্পানির কোরের সংখ্যা, ভালো কম্পানির কোরের সংখ্যার চেয়ে বেশি হলেও পারফরম্যান্স খারাপ দিতে পারে। তাই একই  কম্পানির প্রসেসরের কোরের সংখ্যা এবং গিগাহার্জ (GHz) যত বেশি প্রসেসর তত ভালো মানের বলা গেলে, ভিন্ন দুইটি প্রসেসর কম্পানির ক্ষেত্রে এই কথা প্রযোজ্য নয়।

প্রসেসরে কোর (Core) এর সংখ্যা

  • ডুয়াল কোর (dual core) প্রসেসর কোরের সংখ্যা দুইটি।
  • কোয়াড কোর (quad core) চারটি।
  • হেক্সা কোর (hexa core) ছয়টি এবং
  • অক্টা কোর (octa core) আটটি।

 

যদিও আগেই বলেছি তবে ভালো প্রসেসর শুধু কোরের উপরে নির্ভর করে না। একই কোরের দুইটি প্রসেসরে যেটিতে মাইক্রোচিপ যত ছোট হবে প্রসেসর তত ভাল হবে। এক্ষেত্রে বায়োনিক,এক্সিনোস,স্নাপড্রাগন সবচেয়ে ছোট চিপের প্রসেসর প্রস্তুত করে থাকে।

Post a Comment

0 Comments