টেলিটকে এমবি চেক করার কোড। Teletalk MB Check Code

টেলিটক সিমের এমবি দেখার জন্য ডায়াল করুন *152#

ডায়াল করার একটু পর, টেলিটক ম্যাসেজের মাধ্যমে আপনার সিমের এমবি জানিয়ে দেবে।

টেলিটকে এমবি দেখার কোড

 

*১৫২#  এই একই কোড দিয়ে টেলিটকে ব্যালেন্স,এমবি, মিনিট এবং এসএমএস চেক করা যায়।

ব্যালেন্স রিলেটেড কোডঃ

টেলিটকে ব্যালেন্স দেখার কোডঃ *152# 

টেলিটকে মিনিট দেখার কোডঃ  *152# 

টেলিটকে SMS দেখার কোডঃ   *152# 

ইমারজেন্সি ব্যালেন্স নিতে ডায়াল করুন  *1122#

 আরো কিছু প্রয়োজনীয় কোডঃ

নিজের নাম্বার চেক করতে ডায়াল করুনঃ *551#         

ইন্টারনেট প্যাকেজ কেনার কোডঃ *111#

আপনার টেলিটক সিমটি 4G কিনা  তা চেক করতে  chk লিখে পাঠিয়ে দিন 157 নাম্বারে। ফিরতি মেসেজে আপনাকে জানিয়ে দেয়া হবে । 

 টেলিটোক কাস্টমার কেয়ার *121#

Post a Comment

0 Comments