এসি এবং ডিসি কারেন্টের খুটিনাটি
কারেন্টঃ সহজ কথায়, কারেন্ট হলো ইলেকট্রনের প্রবাহ। পরিবাহীর মধ্যে ইলেকট্রনের প্রবাহকেই কারেন্ট বলে।
কারেন্ট দুই প্রকারঃ
- ডিসি কারেন্ট এবং
- এসি কারেন্ট।
ডিসি(DC) কারেন্টঃ DC কারেন্টের পূর্ণরুপ হলো Direct Current অর্থাৎ দিক অপরিবর্তনশীল তড়িৎ। সুতারাং ডিসি কারেন্টে তড়িৎ প্রবাহের দিক(ইলেকট্রন প্রবাহ) সবসময় একটি নিদিষ্ট দিকে হয়। হাত-ঘড়ি বা দেয়াল-ঘড়ির ব্যাটারি, রিমোটের ব্যাটারি কিংবা মোবাইল ফোনের ব্যাটারি ডিসি কারেন্টের সহজ উদাহরণ।
ডিসি |
এসি(AC) কারেন্টঃ AC কারেন্টের পূর্ণরুপ হলো Alternating Current অর্থাৎ দিক পরিবর্তনশীল তড়িৎ। সুতারাং এসি কারেন্টে তড়িৎ প্রবাহের দিক(ইলেকট্রন প্রবাহ) একটি নিদিষ্ট সময় পর পর বিপরীতগামী হয়। ইলেকট্রন একবার সামনের দিকে একবার বিপরীত দিকে যায়। ইলেকট্রন ১সেকেন্ডে যতবার দিক পরিবর্তন করে সেটাকে আমরা তত হার্জের(Hz) ফ্রিকুয়েন্সি বলি। যেমন আমাদের বাসার কারেন্ট একসেকেন্ডে ৫০ বার দিক পরিবর্তন করে। সুতারাং বাসার কারেন্টের ফ্রিকুয়েন্সি ৫০ হার্জ।
কারেন্টের ফ্রিকুয়েন্সি কি? Frequency of Current
তড়িৎ প্রবাহ ১ সেকেন্ডে যতবার দিক পরিবর্তন করে সেটাকে আমরা তত হার্জের(Hz) ফ্রিকুয়েন্সি বলি।
বাসার কারেন্টের ফ্রিকুয়েন্সি ৫০ হার্জ মানে আমাদের বাসার যেকোনো ইলেকট্রিক ডিভাইস,যেটা এসি কারেন্ট দিয়ে চলছে সেটা সেকেন্ডে (৫০+ ৫০)অন-অফ বার হচ্ছে। অফ হয় কারন ইলেকট্রন বিপরীতমুখী হবার ঠিক প্রথমে শুন্য মানের ভোল্টেজে পৌছায় আর তখনই ডিভাইসের অফ অবস্থা দাঁড়ায়।
বাসার ব্যবহৃত বৈদ্যুতিক(AC) বাল্ব সেকেন্ডে (৫০+৫০) বার অন-অফ হবার প্রমান?
খালি চোখে না দেখে, আপনি ফোনের ক্যামেরা দিয়ে বাল্বকে দেখলে দেখতে পাবেন বাল্বটি ব্লিং করছে।আমাদের খালি চোখ না বুঝতে পারলেও ফোনের ক্যামেরা অন-অফ হওয়া বিষয়টা বুঝতে পারে।
কেন আমরা বাসার জন্য ডিসি কারেন্ট ব্যবহার করিনা?
দূরের গন্ত্যবে পৌছাইতে ডিসি কারেন্টের অনেক তাপজনিত লস হয়। কারন বেশি পরিমান কারেন্ট পাঠাতে তারের মধ্যে তাপ উৎপন্ন হয়, যার ফলে বিদ্যুতের অপচয় হয়। এজন্য বাসার জন্য কিংবা যেখানে কারেন্টের চাহিদা বেশি(কল-কারখানা) সেখানে ডিসি কারেন্ট ব্যবহার করা হয় না।
বিদ্রঃ ডিসি কারেন্টে ট্রান্সফরমার ব্যবহার করা যায়না।
কেন আমরা বাসার জন্য এসি কারেন্ট ব্যবহার করি?
এসি কারেন্টের একটা সুবিধা হল ট্রান্সফরমার ব্যবহার করা যায়। এসিতে অল্প পরিমানে কারেন্ট টান্সফরমারে প্রেরণ করা হয়। আর আমরা জানি ট্রান্সফরমার অল্প পরিমানের কারেন্টকে অধিক পরিমানের কারেন্টে রুপান্তর করতে পারে। যেহেতু তারের মধ্যে দিয়ে অল্প পরিমানে কারেন্ট প্রেরণ করা যায়, তাই তাপজনিত লস অনেক কম হয়। আর এজন্য বাসার জন্য এসি কারেন্ট ব্যবহার করা হয়।
ডিসি কারেন্ট কেন জমা রাখতে পারি?
ডিসি কারেন্টের দিক অপরিবর্তনশীল, তাই ইলেকট্রন প্রবাহ সমসময় একই দিকে হয়। যেহেতু ইলেকট্রনের প্রবাহ একই দিক হয়, তাই কোনো ধারকের একপ্রান্তকে কন্টিনিয়াসলি ইলেকট্রন দিতে পারে এবং ধারক সেই ইলেকট্রন জমা রাখতে পারে।
এসি কারেন্ট কেন আমরা জমা রাখতে পারিনা?
এসি কারেন্টের দিক পরিবর্তনশীল, তাই ইলেকট্রন প্রবাহ নির্দিষ্ট সময় পর পর বিপরীতমুখী হয়। যেহেতু ইলেকট্রনের প্রবাহ পরিবর্তনশীল তাই কোন ধারককে কন্টিনিয়াসলি ইলেকট্রন দিতে পারেনা। চার্জ-ডিসচার্জ, চার্জ-ডিসচার্জ এভাবে চলতেই থাকে ফলে এসি কারেন্ট জমা রাখা যায়না।
বিদ্রঃ একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা যেকোন কিছুতে চার্জ দিতে DC-Adapter(charger) ব্যবহার করি।
0 Comments