বাসা বাড়িতে এসি কারেন্ট ব্যবহার করা হয় কেন?

কারেন্ট মানেই ইলেকট্রোনের প্রবাহ। আর যত বেশি ইলেকট্রনের প্রবাহ, তত বেশি কারেন্ট এবং সাথে তত বেশি তাপ শক্তি উৎপন্ন হবে। এখন আসা যাক কেন আমরা বাসা বাড়ির জন্য এসি কারেন্ট ব্যবহার করে থাকি।মুলত তাপজনিত লস যেন কম হয় সেজন্য আমরা বাসা বাড়িতে এসি কারেন্ট ব্যবহার করে থাকি। নিচের আলোচনা থেকে ব্যাপারটা বোঝা যাক।
 

বাসায় এসি কারেন্ট ব্যবহার করা হয় কেন
  

কেন আমরা বাসা বাড়ির জন্য এসি(AC) কারেন্ট ব্যবহার করি? 

ডিসি কারেন্ট দূরের গন্ত্যবে পৌছাইতে অনেক তাপজনিত লস হয়। কারন বেশি পরিমান কারেন্ট পাঠাতে তারের মধ্যে তাপ উৎপন্ন হয়, যার ফলে বিদ্যুতের অপচয় হয়। এজন্য বাসার জন্য কিংবা যেখানে কারেন্টের চাহিদা বেশি(কল-কারখানা) সেখানে ডিসি কারেন্ট ব্যবহার করা হয় না। উল্লেখ্য যে DC কারেন্টে "ট্রান্সফরমার" ব্যবহার করা যায়না। তাই যেটুকু চাহিদা সেটুকু কারেন্টেই তারের মাধ্যমে পাঠাতে হয়।

কিন্তু এসি কারেন্টের সুবিধা হল এসি কারেন্টে "ট্রান্সফরমার" ব্যবহার করা যায়। AC তে অল্প পরিমানে কারেন্ট তারের মাধ্যমে "টান্সফরমারে" প্রেরণ করা হয়। আর আমরা জানি ট্রান্সফরমার অল্প পরিমানের কারেন্টকে অধিক পরিমানের কারেন্টে রুপান্তর করতে পারে। যেহেতু তারের মধ্যে দিয়ে অল্প পরিমানে কারেন্ট প্রেরণ করা যায়, তাই তাপজনিত লস অনেক কম হয়। আর এজন্য বাসা বাড়িতে এসি কারেন্ট ব্যবহার করা হয়। 

সারাংশঃ ডিসি কারেন্টে ট্রান্সফরমার ব্যবহার করা যায়না, তাই দূরে পাঠাতে তাপ-জনিত লস বেশি। এসি কারেন্টে ট্রান্সফরমার ব্যবহার করা যায় তাই তাপ-জনিত লস কম। এজন্য বাসা বাড়িতে ডিসি কারন্টের পরিবর্তে এসি কারেন্ট ব্যবহার করা হয়।

Post a Comment

0 Comments