বিম্বের প্রাথমিক ধারনা
আমরা যখন কোনো বস্তুকে আয়নায় দেখি, সেটাই বিম্ব। প্রকৃতপক্ষে বিম্ব মানেই আলোর সমষ্টি। বিম্ব কিভাবে গঠিত হয় সেটা বোঝা খুবই জরুরি। আমরা তখনই একটি বস্তুর বিম্ব আয়নায় দেখি, যখন আলো এসে বস্তু্র উপর পড়ে এবং বস্তু থেকে সেই আলো প্রতিফলিত হয়ে আয়নায় পড়ে এবং আয়না আবার সেই আলো প্রসেস করে বিম্ব গঠন করে। নিচের চিত্র দেখুন
সদ বা বাস্তব বিম্বঃ
যদি বিম্ব গঠনে আলোর প্রকৃত মিলনের ফলে একটি বস্তুর বিম্ব গঠিত হয়, তবে তাকে সদ/বাস্তব বিম্ব বলে।
অর্থাৎ বস্তু থেকে আয়নায় যে আলো পড়ে, সেই আলো আয়না দ্বারা প্রতিফলিত হয়ে প্রতিফলিত রশ্মির মিলনের ফলে বিম্ব গঠন করে।
* যেহেতু আলোর প্রকৃত মিলনের ফলে বিম্ব গঠিত হয়, তাই পর্দায় ফেলা যায়।
উদাহরণঃ আমাদের ব্যবহৃত টর্চ লাইট বাকানো একধরনের দর্পন থাকে(অবতল দর্পন) এবং আমরা যখন টর্চ লাইটটি চালু করি, তখন লাইটে থাকা বাল্বের আলো দর্পনে আঘাত করে এবং আলোকে সামনের দিকে নিয়ে যায়। আর এই আলোকে আমরা পর্দায় অর্থাৎ দেয়ালে, কিংবা সেখানে সেখানে ফেলতে পারি। আর এইটাই হচ্ছে সদ বিম্ব বা বাস্তব বিম্ব।
অসদ বিম্ব বা অবাস্তব বিম্বঃ
যদি বিম্ব গঠনে আলোর প্রকৃত মিলন না ঘটে, বরং মনে হয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে তখন তাকে অসদ/অবাস্তব বিম্ব বলে।
অর্থাৎ বস্তু থেকে আয়নায় যে আলো পড়ে সেই আলো কখনোই প্রতিফলিত হয়ে একসাথে মিলিত হয়না। কিন্তু মিলিত না হওয়া সত্ত্বেও মনে হয় যেন আয়নার পিছনে বিম্ব গঠিত হয়েছে।
* যেহেতু আলোর প্রকৃত মিলন হয়না, ফলে বিম্ব পর্দায় ফেলা যায় না।
সদ ও অসদ বিম্বের পার্থক্যঃ
সদ
- আলোর প্রকৃত মিলনের ফলে গঠিত হয়,
- পর্দায় ফেলা যায়।
- বিম্ব উল্টা হয় ।
- অবতল দর্পন ও উত্তল লেন্সে উৎপন্ন হয়।
অসদ
- আলোর প্রকৃত মিলনের ফলে গঠিত হয় না।
- পর্দায় ফেলা যায় না।
- বিম্ব সোজা হয়।
- উপযুক্ত শর্তে সব রকম দর্পনে উৎপন্ন করা যায়।
সদ ও অসদ বিম্বের সহজ উদাহরনঃ একটি সিলভারের চকচকে চামচ নিন। এবার উত্তল তল অর্থাৎ উপরের অংশ থেকে নিজেকে দেখুন,আর এটা অবাস্তব বিম্ব। সমতল দর্পনে গঠিত বিম্বও অসদ বা অবতল। আবার চামচের অবতল তল থেকে অর্থাৎ ভিতরের দিকে বসে যাওয়া তল থেকে দেখলে যে বিম্ব দেখতে পাবেন সেটা সদ বিম্ব বা বাস্তব বিম্ব।যেটা উল্টা বিম্ব। মজার ব্যাপার এই যে, যতক্ষন পর্যন্ত চামচে উল্টা বিম্ব দেখবেন ততক্ষন পর্যন্ত বিম্বটি সদ, আর সিদে হলে বিম্ব হবে অসদ।
কেন বিম্ব গঠনে আলোর প্রকৃত মিলন ঘটে, আবার কেন কোনো কোনো ক্ষেত্রে প্রকৃত মিলন ঘটে না?
এর উত্তর খুবই সোজা। এটা ঘটে আয়নার আকৃতির উপর। যেমন সমতল দর্পনে আলো পড়লে আলো সোজা ভাবে প্রতিফলিত হয় অর্থাৎ আলোক রশ্মি গুলো কখনোই প্রতিফলিত হয়ে একখানে মিলিত হবেনা। সুতারাং সমতল দর্পনে অবাস্তব বিম্ব গঠিত হয়।
কিন্তু আকৃতি অবতল দর্পনের মত বাকা হলে, যেমন টর্চ লাইটে যে দর্পন থাকে সেটি আলোক রশ্মিকে একসাথে করে। সুতারাং সেক্ষেত্রে প্রকৃত মিলন ঘটে এবং বাস্তব বিম্ব গঠিত হয়।
0 Comments