Linking Verb কাকে বলে। Linking verb চেনার উপায় ও উদাহরণ।

Linking Verb এর আলোচনা

Linking verb বুঝতে হলে আগে, compliment ও object এর পার্থক্য বুঝতে হবে। নিচের দুটো উদাহরনে বোঝা যাকঃ

1. He is active.
2. I know him.

১ম উদাহরণে, active হলো "He" এর Compliment.
কিন্তু দ্বিতীয় উদাহরণে, I এবং him আলাদা ২জন ব্যাক্তি। তাই "him" এখানে "I" এর compliment না, বরং object.

সুতরাং subject এবং compliment একই ব্যাক্তি কে নির্দেশ করে।
কিন্তু subject এবং object আলাদা ব্যাক্তি কে নির্দেশ করে।

Linking Verb কাকে বলে। চেনার উপায় ও উদাহরণ।
 

এবার "Linking verb" কি বোঝা যাক?

"Linking verb" subject এবং compliment এর মধ্যে সংযোগ স্থাপন করে।
যেমন:
1. He is active.
2. He looks ok.

প্রথম বাক্যে, "He" হলো subject  এবং "active" হলো তার Compliment. আর এদের মধ্যে সংযোগ স্থাপন করেছে "is" তাই is এখানে "linking verb".
দ্বিতীয় বাক্যে, "He" subject এবং "ok" compliment.
দ্বিতীয় বাক্যে তাই looks হলো lingking verb.

বোঝার সুবিধার্থে এখানে linking verb এর সহজ কিছু উদাহরণ দেওয়া হলোঃ  

  • He is good student.
  • she looks beautiful.
  • John gone mad. 
  • I felt bad.
  • He feels sick.
  • The food get rotten.

Post a Comment

1 Comments