রক পেপার সিজার খেলার নিয়ম Rock Paper Scissors

রক পেপার সিজার

 

rock paper scissor

রক পেপার সিজারঃ খেলাটি দুজনে খেলতে হয় এবং "রক-পেপার-সিজার" বলে খেলতে হয়। যেখানে হাতের আকৃতি দ্বারা বোঝা যায় এটি রক ,পেপার নাকি সিজার। 

উপরের চিত্রটি লক্ষ্য করুন, রক মানে হাত মুষ্টি করা, পেপার মানে হাত সমান করে রাখা, আর সিজার মানে  দুই আঙ্গুল ফাক করে কাঁচির মত করা । 

মনেকরুন, আপনি আর আপনার বন্ধু, রক পেপার সিজার বলে খেলা শুরু করলেন,এখন আপনার বন্ধু হাত দিয়ে রক(মুষ্টি), আপনি হাত দিয়ে সিজার(কাঁচি) দেখালেন, তাহলে আপনি হেরে গেলেন। 

নিচে নিয়মটা লক্ষ্য করুন, রক সিজারের কাছে জিতে যায়, সিজার পেপারের কাছে জিতে যায়, পেপার রকের কাছে জিতে যায়।

 Rock vs Scissors  =   Rock  Winner
 Paper vs Scissors =   Scissors Winner
 Rock vs Paper       =    Paper Winner

হারজিতের লজিকটা কিছুটা এরকম যে, রক(পাথর) দিয়ে সিজার(কাচি) শান দেওয়া যায়, তাই সেখানে রক বিজয়ী। আবার সিজার দিয়ে পেপার কাটা যায় তাই এখানে সিজার বিজয়ী। আবার পেপার দিয়ে রককে মুড়ে ফেলা যায়, তাই এখানে পেপার বিজয়ী।
  
আরো বোঝার জন্য ভিডিও দেখুন...

Post a Comment

2 Comments