মাত্রা-স্বরবৃত্ত-মাত্রাবৃত্ত-অক্ষরবৃত্ত
মাত্রাঃ অক্ষর উচ্চারনণের কালকেই মাত্রা বলে।
বিভিন্ন ছন্দে এক অক্ষরের মাত্রা কখনো এক, আবার কখনো দুই ধরা হয়।
স্বরবৃত্ত ছন্দঃ যে ছন্দে মুক্তাক্ষরকে এক মাত্রা এবং বদ্ধাক্ষরকেও এক মাত্রা ধরা হয়, তাকে স্বরবৃত্ত ছন্দ বলে।
মাত্রাবৃত্ত ছন্দঃ যে ছন্দে মুক্তাক্ষরকে এক মাত্রা এবং বদ্ধাক্ষরকে দুই মাত্রা ধরা হয় তাকে, মাত্রাবৃত্ত ছন্দ বলে।
অক্ষরবৃত্ত ছন্দঃ যে ছন্দে মুক্তাক্ষরকে এক মাত্রা এবং বদ্ধাক্ষর মাঝে থাকলে এক মাত্রা,শেষে থাকলে দুই মাত্রা ধরা হয়, তাকে অক্ষরবৃত্ত ছন্দ বলে।
মুক্তাক্ষর ও বদ্ধাক্ষর না জেনে থাকলে, পড়ুন... মুক্তাক্ষর ও বদ্ধাক্ষর কাকে বলে?
কবিতায় ছন্দ নির্ণয়ঃ
কবিতায় প্রধানত তিনটি ছন্দ আছে,
- স্বরবৃত্ত
- মাত্রাবৃত্ত ও
- অক্ষরবৃত্ত।
উল্লেখ্য যে, একই শব্দ বিভিন্ন মাত্রার কবিতায় আলাদা আলাদা মাত্রা হয়।
যেমনঃ
অবান্তর= অ+বান+তর। এইখানে মুক্তাক্ষর ১টি(অ), বদ্ধাক্ষর দুইটি(বান+তর)।এখন বিভিন্ন ছন্দে অবান্তর শব্দের মাত্রা হিসেব করা যাক,
স্বরবৃত্ত ছন্দেঃ স্বরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষরকে এক মাত্রা ধরা হয় সুতারাং, ১(অ)+১(বান)+১(তর)= ৩ মাত্রা।
মাত্রাবৃত্ত ছন্দেঃ মাত্রাবৃত্ত ছন্দে যেহেতু মুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষর দুই মাত্রার সুতারাং,১(অ)+২(বান)+২(তর)= ৫ মাত্রা।
অক্ষরবৃত্ত ছন্দেঃ অক্ষরবৃত্ত ছন্দে যেহেতু মুক্তাক্ষর এক মাত্রার এবং বদ্ধাক্ষর মাঝে থাকলে এক মাত্রা, শেষে থাকলে দুই মাত্রার তাই ১(অ)+১(বান)+২(তর)=৪ মাত্রা।
স্বরবৃত্ত ছন্দেরঃ মুল পর্বে মাত্রা সংখ্যা ৪
মাত্রাবৃত্ত ছন্দেরঃ মুল পর্বে মাত্রা সংখ্যা ৪,৫,৬,৭, তবে ৬ মাত্রার প্রচলন বেশি।
অক্ষরবৃত্ত ছন্দেরঃ মুল পর্বে মাত্রা সংখ্যা ৮ বা ১০
কবিতার মুল পর্ব কী?
কবিতায় আমরা যতটুকু পড়ে থেমে যাই, সেটাই কবিতার মুলপর্ব।
যেমন, "আমাদের ছোট নদী চলে বাকে বাকে"।
এই লাইনটা বলার সময় কিন্তু আমরা "আমাদের ছোট নদী" বলে থেমে যাই তারপর "চলে বাকে বাকে" বলি। সুতারাং মুল পর্ব এখানে "আমাদের ছোট নদী"।
হিসেব করলে দেখা যাবে মুলপর্ব
"আমাদের ছোট নদী" ৮ মাত্রার = আ+মা+দের - ছো+টো - ন+দী।
মুল পর্ব যেহেতু ৮ মাত্রার,সুতারাং এটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত।


0 Comments