মান অসংজ্ঞায়িত হয় কেন?
কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে মান অসংজ্ঞায়িত হয়। আর এটা বোঝা খুব সহজ।
চিত্র লক্ষ্য করুন। ২নাম্বার সমীকরণের শর্ত এমন যে, শূন্য এর সাথে কি গুন করলে ৫ হবে। আর আমরা জানি শূন্যের সাথে যাই গুন করা হোকনা কেন সেটা শূন্য হয়। সুতরাং এমন কোনো মান নেই যে, যেটা শূন্যের সাথে গুন করে ৫ পাওয়া যাবে। একমাত্র শূন্যের সাথে গনিতে অসম্ভব বা অসংজ্ঞায়িত কিছু গুন করলে ৫ পাওয়া যেতে পারে। তাই চলক a কে অসম্ভব বা অসংজ্ঞায়িত কিছু হতে হবে। আর এজন্যই শূন্য দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে মান অসংজ্ঞায়িত পাওয়া যায়।
ক্যালকুলেটরে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ দিলে দেখায় Error অথবা Can't divided by zero। এর কারন হচ্ছে শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ দেওয়া যায়না বা গনিতে এই মান সংজ্ঞায়িত নয়।
আরো পড়ুনঃ অনির্ণেয় মান কখন আসে ?
0 Comments